তীর্থঙ্কর দাস
২৭ টি দেশে রয়েছে সতীপীঠ, শক্তিপীঠ। মা পুজো পান ৪২২ রূপে। সেই ৪২২ রূপের দর্শন এক ঘরে চার দেওয়ালের মধ্যে। ৬৫ বছরের প্রবীর কুমার মিশ্র নিউ আলিপুরের বাসিন্দা। ছোটবেলা থেকে দেবদেবী সম্পর্কে আলাদা আগ্রহ গড়ে ওঠে তাঁর। ছোট থেকে মায়ের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় ক্যামেরাবন্দি করতেন বিভিন্ন শক্তিপীঠের দেবী দুর্গা, মা কালীর ছবি। বহু বছর ধরে প্রতিটি দেবদেবীর ছবি ও মূর্তি সংগ্রহ করে রেখেছেন নিজের বাড়ির একটি ঘরে। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর থেকে শুরু করে রাধাকৃষ্ণ লক্ষী গণেশ নবদুর্গা পঞ্চদূর্গা জগদ্ধাত্রী শিব সহ হিন্দুদের সমস্ত দেব দেবতার মূর্তি এবং ছবি নিয়মিত পুজো করেন তিনি। ২০১৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই সংগ্রহশালাটি উদ্বোধন করেন। শহরের বুকে এমন একটি সংগ্রহশালা আছে বলে অনেকেই জানেন না। ২০২২ সালে ইউনেস্কোর এক প্রতিনিধি দল এই সংগ্রহশালাটি ঘুরে দেখে। আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে জাতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কুমার মিশ্র। তাঁর ঝুলিতে রয়েছে ৩২ টি আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার। সংগ্রহশালাটি জনসাধারণের জন্য খোলাই রাখেন তিনি। শুধু পুজো করার সময় কাউকে ঢুকতে দেন না। প্রবীর সংগ্রহশালার নাম রেখেছেন শক্তিমাতা দেবী বিশ্বদর্শন।
২৭ টি দেশে রয়েছে সতীপীঠ, শক্তিপীঠ। মা পুজো পান ৪২২ রূপে। সেই ৪২২ রূপের দর্শন এক ঘরে চার দেওয়ালের মধ্যে। ৬৫ বছরের প্রবীর কুমার মিশ্র নিউ আলিপুরের বাসিন্দা। ছোটবেলা থেকে দেবদেবী সম্পর্কে আলাদা আগ্রহ গড়ে ওঠে তাঁর। ছোট থেকে মায়ের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় ক্যামেরাবন্দি করতেন বিভিন্ন শক্তিপীঠের দেবী দুর্গা, মা কালীর ছবি। বহু বছর ধরে প্রতিটি দেবদেবীর ছবি ও মূর্তি সংগ্রহ করে রেখেছেন নিজের বাড়ির একটি ঘরে। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর থেকে শুরু করে রাধাকৃষ্ণ লক্ষী গণেশ নবদুর্গা পঞ্চদূর্গা জগদ্ধাত্রী শিব সহ হিন্দুদের সমস্ত দেব দেবতার মূর্তি এবং ছবি নিয়মিত পুজো করেন তিনি। ২০১৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই সংগ্রহশালাটি উদ্বোধন করেন। শহরের বুকে এমন একটি সংগ্রহশালা আছে বলে অনেকেই জানেন না। ২০২২ সালে ইউনেস্কোর এক প্রতিনিধি দল এই সংগ্রহশালাটি ঘুরে দেখে। আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে জাতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কুমার মিশ্র। তাঁর ঝুলিতে রয়েছে ৩২ টি আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার। সংগ্রহশালাটি জনসাধারণের জন্য খোলাই রাখেন তিনি। শুধু পুজো করার সময় কাউকে ঢুকতে দেন না। প্রবীর সংগ্রহশালার নাম রেখেছেন শক্তিমাতা দেবী বিশ্বদর্শন।
