আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে উত্তপ্ত কালীঘাট। সিপিএমের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এরপর পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়ান মীনাক্ষী মুখার্জি-সহ সিপিএমের কর্মী সমর্থকেরা। পুলিশের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ১৪৪ ধারা জারি রয়েছে। তাই রাজনৈতিক জমায়েত সম্ভব নয়। সেই সময় সিপিএম কর্মীদের সঙ্গে তুমুল বচসা বাঁধে পুলিশের। ধাক্কাধাক্কিও হয়। প্রার্থী একা পাড়ায় ঢুকে লিফলেট বিলি ও ভোটারদের সঙ্গে কথা বলার আর্জি জানায়, তাতেও রাজি হয়নি পুলিশ। তীব্র বাদানুবাদ, ধাক্কাধাক্কির পরও মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রচার করতে পারেননি সায়রা শাহ হালিম। পরে তার পাশের পাড়ায় ভোটপ্রচার সারেন তিনি।