লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে বাড়তে একেবারে আকাশ ছুঁয়ে ফেলেছে হলুদ ধাতুর দাম। বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাঙ্কের ক্রয় এবং সুদের হার কমানোর প্রত্যাশার কারণে এই উত্থান। তেমনটাই মত বিশেষজ্ঞদের।
2
7
বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করছেন যে, এই ধনতেরাসে প্রতি ১০ গ্রামের দাম বৃদ্ধি পেয়ে এক লক্ষ ৩০ হাজার টাকায় গিয়ে দাঁড়াতে পারে। এখানেই শেষ নয়, ২০২৬ সালের প্রথম দিকে দেড় লক্ষ টাকায় পৌঁছতে পারে সোনার দাম।
3
7
তথ্য, অক্টোবরের তৃতীয় সপ্তাহের শুরুতেও ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ টাকার ঊর্ধ্বেই রয়েছে। ১৩ অক্টোবর কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৪ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৫ হাজার ১০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ৫৫০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ১৪ হাজার ৯৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা।
4
7
তবে এই সময়ে লাফিয়ে সোনার দাম বাড়লেও, অচিরেই নাকি সোনার এবং রুপোর দামে বিরাট পতন ঘটবে। তেমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অমিত গোয়েল, PACE 360-এর সহ-প্রতিষ্ঠাতা মনে করছেন, এই উত্থান আপাতত অব্যাহত থাকলেও, অচিরেই পতন ঘটবে।
5
7
তিনি এই প্রসঙ্গে, কয়েক বছর আগের উদাহরণ দিয়েছেন। যে দু' বার সোনার দাম ব্যাপকহারে বেড়েছিল এবং তার পরেই পতন ঘটে বড়সড়। গোয়েলের আশঙ্কা, চলতি সময়ে সোনার দাম ৩০-৩৫% হ্রাস পেতে পারে, যা ২০০৭-০৮ এবং ২০১১ সালে বড় ধরনের উত্থানের পরে দেখা গিয়েছিল।
6
7
সেই সময়ে সোনার দাম প্রায় ৪৫ শতাংশ কমে গিয়েছিল। তাঁর বক্তব্য, রুপোর দাম কমতে পারে ৫০ শতাংশ পর্যন্ত।
7
7
সোনার দামের উত্থান এখন চূড়ান্ত পর্যায়ে থাকায়, বিনিয়োগকারীদের তিনি সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন।