অক্টোবরের মাঝামাঝি। বঙ্গে এখনও বর্ষার দাপট। অক্টোবরেও একাধিক দিন প্রবল বর্ষণ জেলায় জেলায়। তবে দেশের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে। এসবের মাঝেই তথ্য, শীত ঢুকল রাজধানীতে।
2
9
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর ভারতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সমতল অঞ্চলে, বিশেষ করে দিল্লি-এনসিআর এবং গাঙ্গেয় অঞ্চলের আশেপাশে, তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনের বেলার রোদ এবং হালকা ঠান্ডা বাতাস বইছে তিরতির করে।
3
9
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এ বছর পাহাড়ে তুষারপাতের সঙ্গে পশ্চিমা বিশৃঙ্খলার ফলে ঠান্ডা পশ্চিমা বাতাসের কারণে অনেকেই তাদের কম্বল বের করে ফেলেছেন আগে ভাগেই। এয়ার কন্ডিশনার এবং কুলার বন্ধ করে দিয়েছেন সাত তাড়াতাড়ি।
4
9
অন্যদিকে ঘূর্ণিঝড় শক্তির কারণে কর্ণাটক এবং রায়লসীমায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার জন্যও সতর্কতা জারি করা হয়েছে।
5
9
ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।
6
9
মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই আবহে স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সাক্ষী থাকতে পারে। ক্রমেই লা নিনা সক্রিয় হলে, তাপমাত্রার পারদ কমতে পারে। সেক্ষেত্রে আগেভাগেই শীতের আমেজ পাওয়া যাবে এ বছর।
7
9
এ বছর হিমালয় অঞ্চলে স্বাভাবিকের চেয়ে আগেই তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ, যেখানে সাধারণত অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে প্রথম তুষারপাত হয়, সেখানে ইতিমধ্যেই অক্টোবরের শুরুতে তুষারপাত রেকর্ড করা হয়েছে।
8
9
গুলমার্গের উপরের অংশে ২ এবং ৩ অক্টোবর মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল, তারপরে মাঝে মাঝে বৃষ্টি এবং তুষারপাত হয়েছে। শীতের এই প্রাথমিক কার্যকলাপের ফলে উত্তরের সমভূমি জুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
9
9
স্কাইমেট ওয়েদারের মতে, ৬ অক্টোবর জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে ব্যাপক তুষারপাত এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর কারণ হিসেবে উত্তর পাকিস্তান এবং আশেপাশের অঞ্চলে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং হরিয়ানার উপর একটি ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে।