হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বঙ্গে শীত চলে যাওয়ার মুখেই ঘনিয়ে আসবে দুর্যোগ। বসন্তের শুরুতেই বর্ষার আভাস। বৃষ্টি জেলায় জেলায়। আগেই জানানো হয়েছিল ১৯ এবং ২০ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
2
5
কিন্তু এই সময়ে হঠাৎ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কারণ কী? প্রশ্নের উত্তরও মিলেছিল। জানানো হয়েছিল, অনুকূল বায়ুপ্রবাহ এবং ট্রপোস্ফিয়ার স্তরে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবাহের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
5
হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার বিকেল সন্ধের দিকে, অর্থাৎ কয়েকঘণ্টাতেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার বেশকিছু অংশে ধেয়ে আসবে ঝড়, সঙ্গে বজ্রপাত। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সঙ্গে বৃষ্টিপাত। সাধারণ মানুষকে ঝড়ের সময় সুরক্ষিতভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
4
5
উল্লেখ্য, বুধবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা।
5
5
আগামিকাল, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সতর্কতা।