কিছু দিন আগে নুঙ্গিতে পরপর বাজি কারখানায় বিস্ফোরণ হয় একাধিক মানুষের মৃত্যু হয়। আর সেই প্রভাব এসে পড়েছে সরাসরি নুঙ্গির বাজি ব্যবসায়। যেখানে আগে হাজারের বেশি দোকান বসতো নুঙ্গি বাজি বাজারে সেখানে এখন ১২০ থেকে ১২৫ টা দোকানে এসে ঠেকেছে। এছাড়াও অনেকেই আছে যারা পরিবেশবান্ধব বাজির প্রশিক্ষণ নিয়েছে তবে এখনো পর্যন্ত লাইসেন্স পায়নি। এখানকার ব্যবসায়ীদের বক্তব্য যে যদি তারা লাইসেন্স পেত তাহলে একটু হলেও বেকারত্ব ঘুছতো।
