আজকাল ওয়েবডেস্ক: ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করল বিজেপি। জানা গিয়েছে, দেবের একটি মন্তব্যের পর আতঙ্কে ভুগছেন বিজেপি কর্মীরা। এই মর্মে তদন্ত চেয়ে থানায় গিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, দেব বুধবার একটি সভা থেকে মন্তব্য করেন, ‘ঘাটালে বিজেপি জেতার জন্য মুখিয়ে রয়েছে।
আমাদের কাছে খবর আছে কেশপুরে কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের ঘাড়ে ফেলবে। তারপর অশান্তির সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। এই বক্তব্যের পরেই বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থীর এই অভিযোগের পরে কোনো কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। দেবের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদনও জানিয়েছে বিজেপি।
আমাদের কাছে খবর আছে কেশপুরে কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের ঘাড়ে ফেলবে। তারপর অশান্তির সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে। এই বক্তব্যের পরেই বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রার্থীর এই অভিযোগের পরে কোনো কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না। রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। দেবের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদনও জানিয়েছে বিজেপি।
