কলকাতা শহর এবং শহরতলিরর অন্যান্য বাজারগুলিতে যেভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে, তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা টাস্ক ফোর্স কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। গত দুদিন ধরে উত্তর কলকাতার বিভিন্ন বাজার পরিদর্শন করতে দেখা গিয়েছিল টাস্ক ফোর্সের আধিকারিকদের। আজ লেক মার্কেট এবং গড়িয়াহাট বাজার পরিদর্শন করেন রবীন্দ্রনাথ কোলে সহ টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যরা।
