শনিবার ২৭ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Virat Kohli: ৪৯ নট আউট! জন্মদিনে বিরাট ইনিংসে শচীনকে ছুঁলেন কোহলি

Sampurna Chakraborty | ০৫ নভেম্বর ২০২৩ ১২ : ৫১


সম্পূর্ণা চক্রবর্তী: ৪৯তম ওভার। রবীন্দ্র জাদেজা এক রান নিতেই দাঁড়িয়ে পড়ল গোটা ইডেন। চারদিকে ফ্ল্যাশলাইট। মোবাইল জোনাকি। মুহূর্তকে লেন্সবন্দী করার জন্য তৈরি চিত্র সাংবাদিকরা।‌ রাবাডার বলে এক রান নিয়ে পৌঁছে গেলেন রেকর্ড শতরানে। ৪৯ নট আউট বিরাট কোহলি। অবশেষে ছুঁলেন শচীন তেন্ডুলকারকে। তবে অদ্ভুতভাবে সেলিব্রেশনে কোনও উচ্ছ্বাস নেই। যা সচরাচর দেখা যায় বিরাটের ক্ষেত্রে। বরং বরফ শীতল। প্রথমে দর্শকদের উদ্দেশে ব্যাট তুললেন। পরে হেলমেট খুলে দু"হাত শূন্যে তুলে অভিবাদন গ্রহণ করলেন। ক্রিকেটের ভগবানকে স্পর্শ করার পর আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর জড়িয়ে ধরেন জাদেজাকে। ব্যাস, এটুকুই। কিন্তু কেন? শচীন তেন্ডুলকারের রেকর্ড ছুঁয়েও হয়তো এভাবেই সম্মান জানালেন কিংবদন্তিকে। 

মুম্বইয়ের ওয়াংখেড়েতে অধরা ছিল। বোধহয় তুলে রেখেছিলেন কলকাতার জন্য। বড় প্লেয়াররা আদর্শ সময় জ্বলে উঠতে জানে। ঠিক তেমনই "পারফেক্ট টাইমিং" বিরাট কোহলির। আগের দিন শচীন তেন্ডুলকারের চোখের সামনে তাঁকে ছোঁয়ার সুযোগ হাতছাড়া হয়। কিন্তু প্রিয় ইডেনে মাইলস্টোনে পৌঁছে যান কিং কোহলি। ১১৯ বলে শতরানে পৌঁছে যান। একদিনের ক্রিকেটে একশোর নিরিখে ছুঁয়ে ফেলেন মাস্টার ব্লাস্টারকে। ইনিংস শেষে ১২১ বলে ১০১ রানে অপরাজিত। চার বছর আগে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। রবিবাসরীয় সন্ধেয় একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান তুলে নেন। বেলা ছোট হয়ে গিয়েছে। বিকেল পাঁচটার পরই অন্ধকার নেমে আসে কলকাতায়। তাতে আরও মায়াবী চেহারা নেয় ক্রিকেটের নন্দনকানন। সেখানে একমাত্র উজ্জ্বল দ্যুতি বিরাট কোহলি। সত্যিই তিনি রাজা। শুরুতে একটু নড়বড়ে দেখালেও ইনিংসের বাকি সময়টা তিনি কিং। সেঞ্চুরি করতে একটিও ছয় মারেনি। চারের সংখ্যা ১০। হাউসফুল ইডেন অপেক্ষা করছিল এই মহেন্দ্রক্ষণের জন্য। ৩৫তম জন্মদিনে কলকাতাকে শতরান উপহার দিলেন বিরাট। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ইডেনের ম্যাচে সঠিক সিদ্ধান্ত। অপরিবর্তিত ভারতীয় দল। অন্যদিকে পিচে টার্নের কথা মাথায় রেখে এদিন শামসিকে খেলায় দক্ষিণ আফ্রিকা। শুরুটা দারুণ করেন রোহিত। পছন্দের মাঠে চার মেরে শুরু করেন। ২টি ছয় এবং ৬টি চারের সাহায্যে ২৪ বলে দ্রুত ৪০ রান করে ফেরেন ভারতের নেতা। শুরুটা ভাল করলেও ২৩ রানে ফেরেন শুভমন গিল। উইকেটে বল ঘোরার একটা সম্ভাবনা ছিল। গিলের আউট তার আদর্শ উদাহরণ। কেশব মহারাজের বল টার্ন করে শুভমনের উইকেট ভেঙে দেয়। শ্রীলঙ্কার পর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সফল শ্রেয়স আইয়ার। ৮৭ বলে ৭৭ রান করে আউট হন। তারমধ্যে ছিল দুটো বড় ছক্কা।

রান পাননি কেএল রাহুল (৮) এবং সূর্যকুমার যাদব (২২)। অবশ্য স্কাই শুরুটা ভাল করেন। ২২ রানের মধ্যে ২০ রান বাউন্ডারিতেই। শেষদিকে ১৫ বলে ২৯ রান যোগ করেন জাদেজা। ৫০ ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ৩২৬ রান ভারতের। 

ছবি: অভিষেক চক্রবর্তী




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Paris Olympics: স্কুল-কলেজ বন্ধ, অলিম্পিকের উদ্বোধনকে কেন্দ্র করে ছুটির আমেজ প্যারিসে...

Mohun Bagan: ডুরান্ডে নথিভুক্ত করানো হল আনোয়ারকে, অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক মোহনবাগান...

East Bengal: ইস্টবেঙ্গলের মিডিয়া সেন্টারের উদ্বোধন, আশিয়ান জয়ের ২১ বছর উদযাপন...

East Bengal: ইস্টবেঙ্গলের মিডিয়া সেন্টারের উদ্বোধন, আশিয়ান জয়ের ২১ বছর উদযাপন...

Mohun Bagan Day: সামনে নির্বাচন, তাই কী আলাদা করে মোহনবাগান দিবস পালন করছেন সৃঞ্জয় বোস?...

Durand Cup: ডুরান্ড ডার্বির টিকিট এবার পাওয়া যাবে অফলাইনেও ...

Rohit Sharma: ‘স্যার এক ফটো দে দো না’, রোহিতকে ঘিরে উন্মাদনা মুম্বাই বিমানবন্দরে, ভাইরাল ভিডিও...

Paris Olympics: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, অলিম্পিকে ফুটবলেও সোনার পদকের জন্য লড়বে ১৬টি দেশ, কবে-কোথায় দেখবেন?...

Paris Olympics: ‌অলিম্পিকে নেমেই বাজিমাত দীপিকাদের, তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে কোয়ার্টারে ভারত ...

Paris Olympics: বিতর্ক লেগেই রয়েছে অলিম্পিকে, নিউজিল্যান্ড মহিলা দলের অনুশীলনে উঠল ড্রোনের সাহায্যে চরবৃত্তির অভিযোগ...

East Bengal: ‌রেলকে বেলাইন করে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল ...

Dheeraj Singh: ‌দলবদলে ফের চমক, সবুজ মেরুনে সই ধীরজের

Krisnamachari Srikanth: ‌‌রেগে কাঁই, কেন অধিনায়ক নন হার্দিক?‌ নির্বাচকদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন শ্রীকান্ত ...

Paris Olympics: ‌প্যারিসে দেশের হয়ে নামবেন নতুন ৭২ জন, কাদের নিয়ে আশায় ভারত?‌ ...

Paris Olympics: ধর্মঘটে ৩০০ নৃত্যশিল্পী, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল না হয়ে যায় ...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া