টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং রিয়্যালিটি শো ‘লাফটার শেফ’। রান্নার সঙ্গে হাসি ও হুল্লোড় মিলিয়ে এই শো দর্শকের ড্রয়িং রুমে পাকাপাকি জায়গা করে নিয়েছে। তবে অনুরাগীদের জন্য এক মন খারাপ করা খবর এল!শো-এর মূল আকর্ষণ অর্থাৎ জনপ্রিয় সঞ্চালিকা ভারতী সিং-কে আগামী কয়েকটি পর্বে আর দেখা যাবে না। দ্বিতীয়বার মা হয়েছেন ভারতী। তাই এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। সেই কারণে তিনি আপাতত এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তবে ভারতীর অনুপস্থিতিতে শো-এর জৌলুস বজায় রাখতে নির্মাতারা নিয়ে এসেছেন এক বড় চমক।

 

 

 

 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতী সিং-এর জায়গায় সাময়িকভাবে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন এই শো-এরই এক প্রাক্তন প্রতিযোগী। শোনা যাচ্ছে, ‘বিগ বস’ খ্যাত এবং দর্শকের অত্যন্ত প্রিয় অর্জুন বিজলানি অথবা হর্ষ লিম্বাচিয়াকে আরও বেশি সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে। তবে গুঞ্জন বলছে, নির্মাতারা এমন একজনকে বেছে নিয়েছেন যিনি কমেডি এবং উপস্থাপনা—উভয় ক্ষেত্রেই সিদ্ধহস্ত।

 

 

 

তবে চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন দর্শকের চিন্তার কোনও কারণ নেই, কারণ এটি চিরকালীনবিদায় নয়। ভারতী মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও তাঁর চেনা মেজাজে ‘লাফটার শেফ’-এর মঞ্চে ফিরে আসবেন। ততক্ষণ পর্যন্ত শো-এর হাল ধরবেন নতুন এই মুখ।

 

 

 

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, লাফটার শেফের সিজন ৩-এর এই বিশেষ পর্বে সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে ক্রুষ্ণা অভিষেককে। যদিও তিনি নিজেই এই শো-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তবে ভারতীর অনুপস্থিতিতে তাঁর কাঁধেই বাড়তি দায়িত্ব বর্তাতে পারে। আবার গুঞ্জন, শো-এর কোনও এক পুরোনো জনপ্রিয় প্রতিযোগী, যিনি দর্শকদের খুব কাছের, তাঁকে ফিরিয়ে আনা হচ্ছে শুধুমাত্র হোস্ট হিসেবে।

 

 

 

 

ভারতীর না থাকা মানেই যে শো-এর এনার্জি কিছুটা কমবে, তা মেনে নিচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, "ভারতী ছাড়া লাফটার শেফ ভাবাই যায় না।" তবে নতুন সঞ্চালক হিসেবে যার নাম আসছে, তাকে নিয়েও উৎসাহের শেষ নেই।

 

 

এখন দেখার বিষয়, নতুন এই সঞ্চালক ভারতীর অভাব কতটা পূরণ করতে পারেন। নির্মাতারা দাবি করছেন, সিজন ৩-এর আসন্ন পর্বগুলো আরও বেশি মজাদার হতে চলেছে এবং দর্শকদের বিনোদনের কোনও কমতি হবে না। সব মিলিয়ে, ‘লাফটার শেফ’-এর অন্দরমহলের এই রদবদল এখন টক অফ দ্য টাউন। 

 

 

 

 

প্রসঙ্গত, ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছে নতুন অতিথি। ফের একবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভারতী। এই খবরে বর্তমানে খুশির জোয়ার বইছে অনুরাগী মহলে। সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের সহকর্মী ও নেটিজেনরা।

 

 

 

২০১৭ সালে বিয়ে করেছিলেন ভারতী ও হর্ষ। তাঁদের রসায়ন বরাবরই দর্শকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ২০২২ সালের এপ্রিলে তাঁদের কোল আলো করে এসেছিল প্রথম সন্তান লক্ষ্য সিং লিম্বাচিয়া। ছেলেকে আদর করে তারকা দম্পতি ‘গোলা’ বলে ডাকেন। ছোট থেকেই গোলার নানা মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হর্ষ-ভারতী। এবার ছোট্ট গোলার সঙ্গী হিসেবে এল তার ছোটভাই।