যুগ যুগ ধরে জমি সম্পত্তির খতিয়ান। বিশেষ করে এই দেশে। এক সময়ে জমির পরিমাপ দেখে হিসেব করা হত, ব্যক্তি কত সম্পত্তির মালিক, সেই বিষয়ে। এই জমিকে কেন্দ্র করেই যুগে যুগে কত না বিবাদ, লড়াই। সাম্প্রতিক সময়েও জমিকে কেন্দ্র করে বিবাদ থেকে হানাহানি, মৃত্যুর ঘটনা ঘটেছে।
2
7
ভারতের মতো বিশাল এবং জনবহুল দেশে (প্রায় ৩.২৯ মিলিয়ন বর্গকিলোমিটার জমি), ভূমি মানুষের জীবিকা এবং সাধারণ উন্নয়নের জন্য একটি প্রয়োজনীয় শর্ত হিসেবে বিবেচ্য।
3
7
জমির প্রসঙ্গে এলেই, প্রশ্ন ওঠে, ভারতে সবচেয়ে বেশি পরিমাণ জমির মালিকানাধীন কার? ভারতে উপলব্ধ বেশিরভাগ জমি সরকারের মালিকানাধীন। দ্বিতীয় বৃহত্তম জমি রয়েছে ক্যাথলিক চার্চের মালিকানাধীন হিসেবে।
4
7
সূত্রের তথ্য, সরকারি ভূমি তথ্য ব্যবস্থা (GLIS) জানিয়েছে যে, ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ভারতের কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন প্রায় ১৫,৫৩১ বর্গকিলোমিটার জমি ছিল। এই জমি ১১৬টি সরকারি খাতের কোম্পানি এবং ৫১টি কেন্দ্রীয় মন্ত্রণালয়ের মধ্যে ভাগ করা হয়েছে।
5
7
ভারতের ক্যাথলিক চার্চের মালিকানা প্রায় ৭ কোটি হেক্টর জমি, অর্থাৎ প্রায় ১৭.২৯ কোটি একর জমি রয়েছে সমগ্র ভারত জুড়ে। এই সম্পত্তির মূল্য, যার মধ্যে গির্জা এবং স্কুল নির্মিত জমিও অন্তর্ভুক্ত, ১ লক্ষ কোটি টাকারও বেশি।
6
7
ভারত সরকারের নিয়ন্ত্রিত জমির পরিমাণ অনেক দেশের ভূমির চেয়েও বেশি। উদাহরণস্বরূপ, কাতার (১১,৫৮৬ বর্গ কিমি), বাহামা (১৩,৯৪৩ বর্গ কিমি), জ্যামাইকা (১০,৯৯১ বর্গ কিমি), লেবানন (১০,৪৫২ বর্গ কিমি), গাম্বিয়া (১১,২৯৫ বর্গ কিমি), সাইপ্রাস (৯,২৫১ বর্গ কিমি), ব্রুনাই (৫,৭৬৫ বর্গ কিমি), বাহরাইন (৭৭৮ বর্গ কিমি) এবং সিঙ্গাপুর (৭২৬ বর্গ কিমি) এর চেয়েও বেশি।
7
7
তথ্য, ভারতের মন্ত্রণালয়গুলির মধ্যে, রেল মন্ত্রণালয়ের আয়তন সবচেয়ে বেশি, যার আয়তন প্রায় ২৯২৬.৬ বর্গকিলোমিটার, তারপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কয়লা মন্ত্রণালয়, প্রতিটির আয়তন প্রায় ২৫৮০.৯২ বর্গকিলোমিটার।