আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের পরিবারে ভাঙন! জল্পনা চললেও এবার তা চলে এল প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় বড় পুত্র ব্রুকলিনকে ‘আনফলো’ করলেন বেকহ্যাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। জানা গিয়েছে, ব্রুকলিনও তাঁর নামের পদবি থেকে বেকহ্যামের নাম সরাতে চান।
সম্প্রতি বাবা ও মা বেকহ্যাম ও ভিক্টোরিয়াকে ইনস্টাগ্রামে ‘ব্লক’ করে দিয়েছিলেন ছেলে ব্রুকলিন। এবার পুত্রকে ‘আনফলো’ করেছেন দু’জন। শুধু মা–বাবা নয়, দুই ভাই রোমিও ও ক্রুজকেও নাকি ‘ব্লক’ করে দিয়েছেন ব্রুকলিন ও তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ বেকহ্যাম।
চলতি বছর বেশ কয়েকটি ঘটনায় এই ভাঙন সামনে আসে। মে মাসে বেকহ্যামের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে আসেননি ব্রুকলিন। পরে আগস্ট মাসে নিকোলাকে ফের এক বার বিয়ে করেন ব্রুকলিন। সেই অনুষ্ঠানে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। নভেম্বর মাসে ইংল্যান্ডের সর্বোচ্চ সম্মান ‘নাইটহুড’ পান বেকহ্যাম। সেই অনুষ্ঠানেও ব্রুকলিন ও নিকোলা যাননি। চলতি বছর নিজের পরিবার ছেড়ে ফ্লোরিডায় নিকোলার পরিবারের সঙ্গে বড়দিন পালন করেছেন ব্রুকলিন।
তবে বেকহ্যাম ও ভিক্টোরিয়ার ব্রুকলিনকে ‘আনফলো’ করার খবর সত্যি নয় বলে দাবি করেছেন ক্রুজ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই খবর সত্যি নয়। আমার বাবা–মা কখনওই ওদের সন্তানকে আনফলো করতে পারে না। ওদেরই ব্লক করে দেওয়া হয়েছে। সত্যি খবর সকলকে জানানো উচিত।’
এটা ঘটনা, ২০২২ সালে ব্রুকলিন ও নিকোলার বিয়ের সময় থেকেই এই ভাঙনের শুরু হয়েছে। বিয়েতে হবু শাশুড়ি ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাকের বদলে ভ্যালেন্টিনোর পোশাক পড়েছিলেন নিকোলা। সেটা ভাল ভাবে নেননি ভিক্টোরিয়া। জানা যায়, বিয়েতে মার্ক অ্যান্থনির একটি নাচ পরিবেশন করার কথা ছিল। সেটি হতে দেননি ভিক্টোরিয়া। তার পর থেকেই বেকহ্যামদের বাড়ি থেকে বেরিয়ে আসেন ব্রুকলিন ও নিকোলা। এমনকি, ব্রুকলিন জানান, তিনি নিজের নাম ব্রুকলিন পেল্টজ করে নেবেন। বেকহ্যামের নামের সঙ্গে যোগ রাখবেন না। যদিও এখনও তা করেননি তিনি।
এদিকে, জানা যায়, রোমিওর বান্ধবী কিম টার্নবুলের কয়েকটি অনুষ্ঠানেও যাননি ব্রুকলিন। জানা গিয়েছে, রোমিওর আগে ব্রুকলিনের সঙ্গে সম্পর্ক ছিল কিমের। যদিও সেই দাবিও খারিজ করেছেন ক্রুজ। একটি জনপ্রিয় ম্যাগাজিনের রিপোর্টে দাবি করা হয়েছে, বেকহ্যামের সঙ্গে ব্রুকলিনের সম্পর্ক ছোট থেকেই খারাপ। এখন দেখার এই ভাঙা সম্পর্ক জোড়া লাগে কিনা।
