বৃহস্পতিবার বাংলাদেশে ওসমান হাদি'র মৃত্যু সংবাদ পৌঁছতেই একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। সে রাতেই বিক্ষোভকারীরা ভাঙচুর চালায় বাংলাদেশের প্রথম সারির দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেলি স্টার-এ।
2
9
তখন সংবাদমাধ্যমের কার্যালয়ের ভিতরে ছিলেন কর্মীরা। সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেকেই। আটকে থাকা সাংবাদিকরা প্রাণভয়ে আশ্রয় নেন সংবাদমাধ্যমের কার্যালয়ের ছাদে। পরে তাঁদের ক্রেনে করে উদ্ধার করা হয়। প্রাণে বেঁচে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন অনেকেই।
3
9
সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথম আলো, দ্য ডেলি স্টার-এ হামলার ঘটনায় মোট ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এই তথ্য জানান বলে খবর সূত্রের। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে আরও ৩১জনকে।
4
9
'প্রথম আলো' সূত্রের খবর, পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় গ্রেপ্তার মহম্মদ নাইমের কাছ থেকে বিপুল নগদ টাকা উদ্ধার হয়েছে। লুটের টাকায় ওই ব্যক্তি টিভি-ফ্রিজ কিনে ফেলেছেন বলেও জানিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলিও।
5
9
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলার ঘটনায় সংবাদ মাধ্যম প্রথম আলো ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করেছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ছায়ানটে ভাঙচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের ঘটনায়, ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়েছে। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ এই মামলা দায়ের করেন।
8
9
থানার ভারপ্রাপ্ত ওসি মহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় তিনশো জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।
9
9
বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য ডেলি স্টার' সূত্রে খবর, ছায়ানটের সভাপতি সারওয়ার আলি জানিয়েছেন, এখন মূল লক্ষ্য, পূনরায় ক্লাস শুরু করা। আগামী দু'সপ্তাহের মধ্যে পুনরায় ক্লাস শুরু হতে পারে বলে খবর সূত্রের।