আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এখনও অবধি ২০২৫–২০২৭ সার্কেলে ভারত খেলেছে ৯ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২–২ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারতে হয়েছে। আর এরপরেই পয়েন্ট তালিকায় পিছতে শুরু করেছেন শুভমান গিলরা।
আর এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জেতার পর টম ল্যাথামদের আগে রয়েছে শুধু অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। উল্লেখ্য, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়।
এখনও পর্যন্ত ছ’টি টেস্ট খেলে সবগুলি জিতেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতাংশ ১০০। তিনটি টেস্ট খেলে নিউজিল্যান্ড জিতেছে দু’টি। ড্র করেছে একটি। তাদের পয়েন্ট শতাংশ ৭৭.৭৮। তৃতীয় স্থানে নেমে গিয়েছে গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে তিনটি জিতেছেন টেম্বা বাভুমারা। প্রোটিয়াদের পয়েন্ট শতাংশ ৭৫। চতুর্থ স্থানে নেমে গিয়েছে শ্রীলঙ্কা। দু’টি টেস্ট খেলে একটি জয় এবং একটি ড্র শ্রীলঙ্কার। পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। দু’টি টেস্ট খেলে একটি জিতেছেন শান মাসুদরা। তাঁদের পয়েন্ট শতাংশ ৫০। শুভমনেরা ন’টি টেস্ট খেলে চারটি জিতেছেন, চারটি হেরেছেন এবং একটি ড্র করেছেন। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।
পয়েন্ট তালিকায় শেষ তিনটি জায়গায় রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম স্থানে থাকা বেন স্টোকসরা আটটি টেস্ট খেলে দু’টি জিতেছেন এবং একটি ড্র করেছেন। তাঁদের পয়েন্ট শতাংশ ২৭.০৮। অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। দু’টি টেস্ট খেলে একটি ড্র করেছেন নাজমুল হোসেন শান্তরা। তাঁদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭। নবম স্থানে থাকা ক্যারিবিয়ানরা আটটি টেস্ট খেলে একটি ড্র করেছে। তাদের পয়েন্ট শতাংশ ৪.১৭।
এটা ঘটনা, পয়েন্ট শতাংশের নিরিখে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ভাল জায়গায় রয়েছে। অনেকটা এগিয়ে শ্রীলঙ্কাও। দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। তবে শুভমানদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। ফাইনালে পৌঁছোতে হলে পয়েন্ট শতাংশ অন্তত ৬০ হওয়া দরকার। ২০২৫–২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আরও ন’টি টেস্ট রয়েছে ভারতের। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা তিনটি দেশের সঙ্গে খেলতে হবে ভারতকে। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি করে টেস্টের সিরিজ় রয়েছে। এই দু’টি সিরিজই ভারতকে খেলতে হবে বিদেশের মাটিতে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে পাঁচ টেস্টের সিরিজ।
ন’টি টেস্ট খেলার পর ভারতের ৫২। পয়েন্ট শতাংশ ৬০–এ নিয়ে যেতে হলে বাকি ন’টি টেস্ট থেকে ভারতকে পেতে হবে অন্তত ৭৮ পয়েন্ট। বাকি ন’টি টেস্টের সাতটি জিতলে ৮৪ পয়েন্ট পাবে ভারত। প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট পাওয়া যায়। তা হলে ফাইনালে চলে যেতে পারেন শুভমানরা। ছ’টি টেস্ট জিতলে ভারত পাবে ৭২ পয়েন্ট। তাহলে অন্তত দু’টি ম্যাচ ড্র করতে হবে। তাহলে ভারতের ৮ পয়েন্ট (ড্র করলে পাওয়া যায় ৪ পয়েন্ট) হবে। মোট ৮০ পয়েন্ট হবে। তা হলেও ফাইনালে খেলার সুযোগ পেতে পারেন শুভমানরা।
