ব্যাঙ্ক কবে খোলা আর কবে বন্ধ, তা জানা অতি প্রয়োজনীয় সাধারণ মানুষের জন্য। কেউ না জানতে পারলে, একবার ভুল করে ব্যাঙ্ক বন্ধের দিনে যদি হাতের কাজ সারবেন ভাবেন, ব্যাস তাহলেই মুশকিল।
2
7
না হয় ব্যাঙ্কের কাজ, অন্যদিকে পূর্বপরিকল্পনায় একেবারে নষ্ট হয় গোটা দিন। তখন আবার একদিন হাতে রাখতে হয় কাজ সারতে। এই অবস্থায় মাস পড়লেই নজর থাকে, সে মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
3
7
এমনিতেই মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার ভারত জুড়ে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের জন্য সাপ্তাহিক ছুটি। যার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (SBI) অন্তর্ভুক্ত।
4
7
হিসেব বলছে, সেসব ছাড়াও- ৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): করম পুজো- ঝাড়খণ্ড ব্যাঙ্ক বন্ধ। ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): ওনাম- কেরলে ছুটি। ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): ঈদ-এ-মিলাদ (মিলাদ-উন-নবী)- অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ, বিশেষ করে যেখানে এটি একটি গেজেটেড ছুটি।
5
7
৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): ঈদ-ই-মিলাদ (মিলাদুন্নবী)/ইন্দ্রযাত্রা, গ্যাংটক এবং রায়পুর বন্ধ থাকবে। ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটি- সারা দেশে সব ব্যাঙ্ক বন্ধ। ১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): ঈদ-ই-মিলাদ- কিছু রাজ্যে অতিরিক্ত ছুটি, বিশেষ করে যেখানে উৎসবটি দু'দিনের জন্য পালিত হয়। ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): দ্বিতীয় শনিবার- ভারত জুড়ে ব্যাঙ্ক বন্ধ। ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটি- সকল রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।
6
7
২১ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটি- সকল রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। ২২ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): নবরাত্রি স্থাপন, রাজ্য সরকারের নির্দেশ অনুসারে জয়পুর এবং অনেক জায়গায় ছুটি পালন করা যেতে পারে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): মহারাজা হরি সিং জির জন্মদিন, জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): চতুর্থ শনিবার– সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ। ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার): সাপ্তাহিক ছুটি– সকল রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।
7
7
২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার): মহা সপ্তমী/দুর্গা পুজো– দুর্গাপূজা শুরুর জন্য কিছু রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং গুজরাটে আঞ্চলিক ছুটি। ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): দুর্গাপুজো (মহা সপ্তমী)– পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।