আজকাল ওয়েবডেস্ক: বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল জানান, সকালে তার কিছু কর্মসূচি আছে। তারপর সারাদিনই তিনি রাজভবনের পিস রুমে থাকবেন। উত্তরবঙ্গ সফর তিনি বৃহস্পতিবারই বাতিল করেছেন।
