দুই বাংলার জনপ্রিয় নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলার প্রাক্তন স্বামী তাহসান খান। বাস্তব জীবনে তাঁদের জুটি যেমন জনপ্রিয় একই ভাবে জনপ্রিয় তাঁদের পর্দার রসায়নও। বহু নাটকের পাশাপাশি জুটিতে অনেক গানও গেয়েছেন। ২০১১-য় বিয়ে। ২০১৭-য় বিচ্ছেদ। তারপর আর তাঁদের ক্যামেরা এক ফ্রেমে বন্দি করতে পারেনি। অবশেষে সেই দূরত্ব মুছে ফের একজোট হচ্ছেন তাঁরা। বাস্তবে নয় পর্দায় আবারও দেখা যাবে তাহসান-মিথিলাকে। খবর, ওপার বাংলার এক ওয়েব সিরিজে তাঁরা আবার ফিরছেন।
তাহসান-মিথিলার জনপ্রিয় নাটকের তালিকায় ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেণ সমাপয়েৎ’ উল্লেখযোগ্য। তাঁদের আগামী সিরিজটি সাত পর্বের। নাম ‘বাজি’। পরিচালনায় ‘মাটির প্রজার দেশ’-খ্যাত আরিফুর রহমান। যদিও বিষয়টি নিয়ে এক্ষুণি কিছু বলতে রাজি নন কেউই। এরই মধ্যে ওয়েব সিরিজটির প্রথম পর্বের শুটিং শেষ। ওপার বাংলার একটি প্রখম সারির হোটেলে মাস দু’য়েক আগে হয়েছে শুটিং। তাহসান-মিথিলা ছাড়াও সিরিজে থাকছেন তারকা অভিনেতারাও। আরও খবর, সিরিজে তাহসান একজন ক্রিকেটার। মিথিলা সাংবাদিক।
পর্দাভাগ না করলেও একমাত্র মেয়ে আইরার বাবা তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিথিলার। মেয়ের কারণে এখনও তাঁদের যোগাযোগ অটুট। তাহসানের সঙ্গে নায়িকার বর্তমান স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্কও যথেষ্ট গাঢ়।
তাহসান-মিথিলার জনপ্রিয় নাটকের তালিকায় ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেণ সমাপয়েৎ’ উল্লেখযোগ্য। তাঁদের আগামী সিরিজটি সাত পর্বের। নাম ‘বাজি’। পরিচালনায় ‘মাটির প্রজার দেশ’-খ্যাত আরিফুর রহমান। যদিও বিষয়টি নিয়ে এক্ষুণি কিছু বলতে রাজি নন কেউই। এরই মধ্যে ওয়েব সিরিজটির প্রথম পর্বের শুটিং শেষ। ওপার বাংলার একটি প্রখম সারির হোটেলে মাস দু’য়েক আগে হয়েছে শুটিং। তাহসান-মিথিলা ছাড়াও সিরিজে থাকছেন তারকা অভিনেতারাও। আরও খবর, সিরিজে তাহসান একজন ক্রিকেটার। মিথিলা সাংবাদিক।
পর্দাভাগ না করলেও একমাত্র মেয়ে আইরার বাবা তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মিথিলার। মেয়ের কারণে এখনও তাঁদের যোগাযোগ অটুট। তাহসানের সঙ্গে নায়িকার বর্তমান স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্কও যথেষ্ট গাঢ়।
