বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই কিছু না কিছু রেকর্ড তৈরি হচ্ছে। ভাঙছে। কিন্তু এই কয়েকটি রেকর্ড হয়ত বা কোনওদিনই ভাঙা সম্ভব হবে না।
2
8
এমন কিছু রেকর্ড রয়েছে, যা হয়ত আপনার কল্পনার বাইরে। জেনে নিন সেগুলি।
3
8
ডন ব্র্যাডম্যানের টেস্ট ব্যাটিং গড় ৯৯.৯৪। এই রেকর্ড আজ অবধি কোনও ব্যাটসম্যান ভাঙতে পারেননি। শচীন, বিরাট, পন্টিং জো রুট কেউ নন। তাঁদের গড় ৫০ থেকে ৬০ এর মধ্যে।
4
8
এক টেস্টে ১৯ উইকেট। ১৯৫৬ সালে ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯ উইকেট নিয়েছিলেন।
5
8
টেস্টে মুথাইয়া মুরলিথরনের ৮০০ উইকেট। শ্রীলঙ্কার এই অফস্পিনার টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী।
6
8
একদিনের ক্রিকেটে রোহিত শর্মার ব্যক্তিগত সর্বোচ্চ ২৬৪ রানের রেকর্ড। যা আজও অক্ষত। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান করেছিলেন রোহিত।
7
8
টেস্টে এক ইনিংসে ব্রায়ান লারার ৪০০। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের এক ইনিংসে ৪০০ রানের ইনিংস খেলেছিলেন লারা। টেস্টে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের এই রেকর্ড আজও অক্ষত। কেউ ভাঙতে পারেননি।
8
8
রেকর্ড হবে। ভাঙবে। কিন্তু এই পাঁচ রেকর্ড কোনওদিন ভাঙা সম্ভব হবে?