কোন গান ছেড়ে কোনটা শুনবেন? ‘জওয়ান’-এর ‘ছলিয়া’! নাকি ‘লাল সিং চড্ডা’র ‘তেরে হাওয়ালে’। আরও আছে। ‘ফাইটার’, ‘ধুম ৩’, ‘জেলার’ কিংবা ‘জওয়ান’-এর ‘নট রামাইয়া বস্তাবইয়া’। শিল্পা রাও আপাতত গানের দুনিয়ার সেনসেশন। উপরে বলা প্রত্যেকটা গান সারাক্ষণ এই প্রজন্ম শুনছে। সেই গায়িকা বলিউড জয় করে বাংলায় পা রাখতে চলেছেন। আজকাল ডট ইন প্রথম জানতে পেরেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত, সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’তে তাঁর গান শোনা যাবে। এই ছবি দিয়ে প্রযোজনায় হাতেখড়ি প্রদীপ নন্দীর। তিনি আজকাল ডট ইনকে জানিয়েছেন, এমনটাই ঘটছে। ঋতুপর্ণার ঠোঁটে দুটো গান গাওয়ানোর খুব ইচ্ছে। একটি রেকর্ডিং হবে ১৭ এপ্রিল, মু্ম্বইয়ের রেকর্ডিং স্টুডিওতে। ছবিতে গানঘর সামলাচ্ছেন অনুপম রায়।
আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অনুপমের সঙ্গেও। তিনি রেকর্ডিংয়ে ব্যস্ত। সেখান থেকেই জানিয়েছেন, খবর সত্যি। কীভাবে বলিউড গায়িকার বঙ্গযোগ? প্রশ্ন ছিল প্রযোজকের কাছে। নন্দী মুভিজ-এর কর্ণধারের কথায়, ‘‘পুরোটাই হচ্ছে অনুপম আর ঋতুদির জন্য। ওঁরা দু’জনে মিলে এত বড় অসম্ভব সম্ভব করেছেন। প্রথম বিনোদন দুনিয়ায় পা রাখলাম। একেবারে আনকোরাকেও যে সবাই এভাবে সহযোগিতা করবেন, ভাবতেই পারিনি।’’ শিল্পা এর আগে বাংলা ছবি "উড়ো চিঠি", "আওয়ারা", "প্রজাপতি বিস্কুট", "ডক্টর বক্সি"তে গেয়েছেন। তবে জওয়ান-এর পর বাংলা ছবিতে প্রথম গাইছেন। ঋতুপর্ণার ঠোঁটে, অনুপমের সুরেও এই প্রথম গাইতে শোনা যাবে তাঁকে।
সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শিল্পীর সঙ্গেও। তাঁর সহকারী অদিতি জানিয়েছেন, এক্ষুণি এবিষয়ে শিল্পা কিছু বলতে রাজি নন। প্রযোজক বলেছেন, ‘‘প্রথম থেকেই চেষ্টা করেছি, দর্শকদের নতুন কী দিতে পারি। সেই জায়গা থেকে শিল্পা রাও ছবির সঙ্গে যুক্ত হলে অবশ্যই সেটি ছবির মুকুটে দামি পালক। যেমন দামি ঋতুদির অভিনয়। অনুপমের সুর।’’ কি কি গাইলেন শিল্পা সেই খবর জানা যাবে ১৮ এপ্রিল।
আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অনুপমের সঙ্গেও। তিনি রেকর্ডিংয়ে ব্যস্ত। সেখান থেকেই জানিয়েছেন, খবর সত্যি। কীভাবে বলিউড গায়িকার বঙ্গযোগ? প্রশ্ন ছিল প্রযোজকের কাছে। নন্দী মুভিজ-এর কর্ণধারের কথায়, ‘‘পুরোটাই হচ্ছে অনুপম আর ঋতুদির জন্য। ওঁরা দু’জনে মিলে এত বড় অসম্ভব সম্ভব করেছেন। প্রথম বিনোদন দুনিয়ায় পা রাখলাম। একেবারে আনকোরাকেও যে সবাই এভাবে সহযোগিতা করবেন, ভাবতেই পারিনি।’’ শিল্পা এর আগে বাংলা ছবি "উড়ো চিঠি", "আওয়ারা", "প্রজাপতি বিস্কুট", "ডক্টর বক্সি"তে গেয়েছেন। তবে জওয়ান-এর পর বাংলা ছবিতে প্রথম গাইছেন। ঋতুপর্ণার ঠোঁটে, অনুপমের সুরেও এই প্রথম গাইতে শোনা যাবে তাঁকে।
সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শিল্পীর সঙ্গেও। তাঁর সহকারী অদিতি জানিয়েছেন, এক্ষুণি এবিষয়ে শিল্পা কিছু বলতে রাজি নন। প্রযোজক বলেছেন, ‘‘প্রথম থেকেই চেষ্টা করেছি, দর্শকদের নতুন কী দিতে পারি। সেই জায়গা থেকে শিল্পা রাও ছবির সঙ্গে যুক্ত হলে অবশ্যই সেটি ছবির মুকুটে দামি পালক। যেমন দামি ঋতুদির অভিনয়। অনুপমের সুর।’’ কি কি গাইলেন শিল্পা সেই খবর জানা যাবে ১৮ এপ্রিল।
