আজকাল ওয়েবডেস্ক:  রাহুল গান্ধীকে ঠকবাজ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, রাহুল আমেঠীবাসীদের ঠকিয়েছেন আর এবার কেরালার ওয়েনাডের মানুষদের সঙ্গেও একই কাজ করতে চলেছেন। ওয়েনাডে বিজেপি প্রার্থী কে সুরেন্দ্ররনের প্রচারে এসে এভাবেই রাহুল গান্ধীকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী। স্মৃতি বলেন, আমেঠীতে ৪ লক্ষ পরিবারকে শৌচাগার করে দেওয়া হয়েছে। কংগ্রেস সেখানে ৫০ বছর ধরে রাজত্ব করেছিল। কিন্তু সেই আমলে সেখানকার মানুষ কিছুই পায়নি। পরিবারতন্ত্রের কথা বলে কংগ্রেস এবার ওয়েনাডের মানুষকে ঠকাতে চলেছেন। প্রসঙ্গত, বুধবারই ওয়েনাড থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভা ভোটে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে করে একটি রোডশো করেন। এরপর রাহুল বলেন, এটি তাঁর নিদের ঘর, এখানকার মানুষই তাঁর পরিবার। এদিন ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে স্মৃতি বলেন, ইন্ডিয়া জোট রাহুলকে তাঁদের নেতা হিসাবে মেনে নেয়নি, ওয়েনাডবাসীও তাই করবেন।