আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে প্রধানমন্ত্রীর সভা হবে বিকেলে। তার আগে বৃহস্পতিবার সকালে ওই জেলার বাসিন্দাদের উদ্দেশে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী। কোচবিহারে আসার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। সেখানকার জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য, তাঁদের মাঝে আসার জন্য তিনি উদগ্রীব। বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “আমি কোচবিহারের জনসাধারণের মাঝে আসার জন্য উদগ্রীব হয়ে আছি। কোচবিহারের মানুষ আমাদের উন্নয়ন এবং কর্মসূচিকে বিরাটভাবে সমর্থন করছেন। আমার দৃঢ় বিশ্বাস ওঁরা আবার বিজেপির প্রতি আস্থা বজায় রাখবেন। ” প্রসঙ্গত, উত্তরবঙ্গের তিন কেন্দ্রে প্রথম দফায় ভোট ১৯ এপ্রিল। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারেও ভোট হবে এই দফায়। কোচবিহারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারে সভা করার আগেই কোচবিহারবে তাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
