কোভিড ১৯। করোনা। বিশ্বব্যাপী যে অতিমারী ছড়িয়েছিল, প্রাণ গিয়েছিল বহু মানুষের। ভেঙে গিয়েছিল সামাজিক, অর্থনৈতিক কাঠামো, সেই করোনার আঁতুড়ঘর ছিল চীন।
2
8
সূত্রের খবর, করোনার ঢেউ এখন স্তিমিত হলেও, চীনে ফের আতঙ্ক বাড়াচ্ছে অপর এক মারণ রোগ। হাসপাতাল, হাসপাতালে উপচে পড়া ভিড়। হং কং-এ জারি সতর্কতা।
3
8
জানা গিয়েছে, আচমকা চীনে ব্যাপকহারে চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।
4
8
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিদের সুরক্ষার জন্য চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি জরুরি অভিযান শুরু করেছে।
5
8
সাউথ চায়না মর্নিং পোস্টে বলা হয়েছে, ফোশানের শুন্ডে এবং নানহাই জেলার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার নোটিশ জারি করেছে, যাতে মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য সপ্তাহান্তে সমস্ত বাসিন্দাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করেন।
6
8
স্থানীয় স্বাস্থ্য ব্যুরো জানিয়েছে ৮ জুলাই থেকে আচমকা শুন্ডেতে এই রোগে আক্রান্তের দেখা মেলে। শুক্রবার পর্যন্ত শুন্ডেতে নিশ্চিত রোগীর সংখ্যা ছিল ১,১৬১, যার মধ্যে বেশিরভাগই লেকং, বেইজিয়াও এবং চেনকুন শহরের বাসিন্দা।
7
8
অন্যান্য জেলাগুলিতেও নিশ্চিত কেস রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে নানহাই জেলায় ১৬ জন এবং চানচেং জেলায় শুক্রবার পর্যন্ত ২২ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
8
8
হু-এর মতে, চিকুনগুনিয়া একটি মশাবাহিত ভাইরাল রোগ। মূলত ধুম জ্বর এবং শরীরের নানা অংশে যন্ত্রণা হয় এই জ্বরের কারণে। "চিকুনগুনিয়া" নামটি দক্ষিণ তানজানিয়ার কিমাকোন্ডে ভাষার একটি শব্দ থেকে এসেছে।