বিশ্বের বাস্তুতন্ত্র, তার ভারসাম্য বজায় না থাকলে বড় বিপদ। নানা কারণে বিঘ্নিত হয় এই ভারসাম্য। তবে বিজ্ঞান কী বলছে জানেন? তথ্য, এমন বেশকিছু কীট রয়েছে আমাদের চারপাশে, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে।
2
7
প্রথমেই আসে মৌমাছির কথা। কেন বলুন তো? কারণ ফুলে ফুলে পরাগ পৌঁছে দেয় তারাই। মূল সূচনা তো এখানেই। গাছের প্রজননে যেমন বড় ভূমিকা পালন করে তারা, তেমনই বড় ভূমিকা নেয় বাস্ততন্ত্রের খাদ্য শৃঙ্খলে।
3
7
মৌমাছির পরেই তালিকায় আসবে প্রজাপতির কথা। মৌমাছির মতোই গাছের প্রজননে বড় ভূমিকা তাদের। আর এর ফলেই বহু প্রাণীর খাদ্যশৃঙ্খল বজায় থাকে দুনিয়ায়।
4
7
গুবরে পোকাকে ভুলে যাওয়া যাবে না কোনওভাবেই। এই পোকা দেখতে ছোট, কিন্তু ভূমিকা বড়। কেন জানেন? কারণ খাবার হিসেবে সে চটপট খেয়ে নেয় অন্যান্য ছোট পোকা-মাকড়। যেগুলি আবার ক্ষতি করে শষ্যের। এই পোকা আদতে শষ্যের রক্ষা করে।
5
7
বলতেই হবে জোনাকির কথা। গুবরে পোকার মতোই জোনাকির ও খাবার বেশকিছু এমন কীটপতঙ্গ। যে কীতপতঙ্গ ক্ষতি করে শষ্যের।
6
7
পিঁপড়ের কথা না বললেই নয়। জমির শষ্যের, মাটির ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে আসছে পিঁপড়ের দল।
7
7
তালিকায় থাকবেই ফড়িং এর কথা। শুধু কী ডানা মেলে উড়ে বেড়ানো কাজ তাদের। একেবারে না। মশা-সহ নানা কীট পতঙ্গ খেয়ে আদতে উপকার করে বাস্তুতন্ত্রের।