আজকাল ওয়েবডেস্ক: যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার স্বপ্নের সংসারে সবকিছু যে ঠিকঠাক নেই, তার ইঙ্গিত দু'দিন আগেই পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছে তারকা দম্পতি। বিচ্ছেদের খবর সামনে আসছে। রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে ফেলেছেন তারকা স্পিনার। তাতেই গুঞ্জনের সূত্রপাত। তবে একই জিনিস ধনশ্রীর ক্ষেত্রে বলা যাবে না। তিনি এখনও নিজের সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার স্বামীর সঙ্গে সব ছবি রেখে দিয়েছেন। তাতেই দোটানায় পড়েছে ফ্যানরা। গত দু'দিন ধরে পাওয়ার কাপলের বিচ্ছেদের গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু কেউই কোনও মন্তব্য করেনি। এরই মধ্যে হঠাৎ নিজের ইনস্টাগ্রামে একটি অদ্ভুত পোস্ট করেন চাহাল। লেখেন, 'নিস্তব্ধতার একটা গভীর সুর আছে। তাঁদের জন্য, যারা আওয়াজের ঊর্ধ্বে গিয়ে শুনতে পাবে।' সক্রেটিসের এই বিখ্যাত প্রবাদ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তারকা ক্রিকেটার। 

এর আগে শনিবার ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করেন চাহাল। সেখানে লেখেন, 'পরিশ্রমই মানুষের চরিত্রের পরিচয়। আমরা নিজেদের যাত্রা সম্বন্ধে অবগত। আমরা আমাদের যন্ত্রণা জানি। আমরা জানি এখানে পৌঁছতে কত কাঠখড় পোড়াতে হয়েছে। সারা বিশ্ব জানে। আমরা বাবা, মাকে গর্বিত করতে প্রচুর ঘাম ঝরিয়েছি। তাই সর্বদা একজন গর্বিত ছেলের মতো মাথা উঁচু করে বাঁচো।' লকডাউনের সময় চাহাল এবং ধনশ্রীর আলাপ। ২০২০ সালে গুরগাঁওতে একটি প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে সারেন। কয়েকদিন আগে চাহালের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করেন ধনশ্রী। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু সম্প্রতি দু'জনেই একে অপরকে আনফলো করে বিচ্ছেদের ইঙ্গিত দেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল চাহাল-ধনশ্রী জুটি। কিন্তু তাঁদের মধুর প্রেমকাহিনির শেষ বোধহয় ঘনিয়ে এসেছে।