আজকাল ওয়েবডেস্ক: ধরা যাক একই দলে রয়েছেন থ্রি মাস্কেটিয়ার্স। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই তিন তারকা একই দলে থাকলে কাকে খেলাতেন, কাকেই বা বেঞ্চে বসাতেন আর কাকে বিক্রি করে দিতেন? 

এমনই অদ্ভুত প্রশ্ন আগে করা হয়েছিল মাইকেল ভন, অ্যাডাম গিলক্রিস্টকে। সেই একই প্রশ্ন করা হল যুবরাজ সিংকে। 

প্রশ্নের উত্তরে কী বললেন যুবি? দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার বলেন, ''যদি টি-টোয়েন্টি ফরম্যাট হয়, তাহলে প্লেয়ার হিসেবে আমি রোহিত শর্মাকে খেলাতে চাইব। দুর্দান্ত অধিনায়ক রোহিত, যে কোনও মুহূর্তে ব্যাটিংয়ের মাধ্যমে খেলার রং বদলে দিতে পারে। রোহিত শর্মা আমার প্রথম পছন্দ।'' 

ধোনি ও কোহলির মধ্যে বিশ্রাম দেবেন কাকে? এহেন প্রশ্নের জবাব দেননি যুবরাজ। তিনি বরং রসিকতার আশ্রয়ে বলেছেন, ''বিরাট আর ধোনির মধ্যে কোনও একজনকে বেছে নেওয়ার পরিবর্তে আমি নিজেকেই বেঞ্চে রাখব। কারণ আমি একজনের নাম বললেই খবরের হেডলাইন হব। আমি সেটা হতে চাই না।'' 

এর আগে একই প্রশ্নের জবাবে  ভন বলেছিলেন,''আমি এমএস ধোনিকে খেলাতাম। অন্য কেউ ওর থেকে যোগ্য বলে আমি মনে করিনা। বিরাট দলে জায়গা পেত না। এমএস-কেই অধিনায়ক করতাম।'' 

ভন ব্যাখ্যা করে জানিয়েছিলেন, আইপিএল-এ পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁর এমন বাছাই। তিনি বলছেন, ''আরেকটা বিষয় কী যেন? বিক্রি করে দেওয়া? আমি বিরাটকে বিক্রি করে দিতে চাই। কারণ একবারও আইপিএল জেতেনি বিরাট। রোহিত আইপিএল জিতেছে। এমএস কতবার জিতেছে? পাঁচবার! আমি হলে এমএস-কে খেলাতাম, বিরাটকে বিক্রি করে দিতাম আর এমএস-এর বিকল্প রোহিত।''