আজকাল ওয়েবডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজের ম্যাচ ঘোরানো মুহূর্ত বাছতে গিয়ে হয়ত অনেকেই ওভালে মহম্মদ সিরাজের পঞ্চম দিনের বোলিং স্পেলকেই বেছে নেবেন। কিন্তু সিরিজ ড্রয়ের ক্ষেত্রে ওভাল টেস্ট নয়, ম্যাঞ্চেস্টার টেস্টকেই প্রাধান্য দিলেন যুবরাজ সিং। এই টেস্ট ড্রয়ের ফলেই সিরিজ ২-২ করা সম্ভব হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডের পাটা উইকেটে শেষ পাঁচটা সেশন ব্যাট করে কোনওক্রমে চতুর্থ টেস্ট ড্র করে শুভমন গিল অ্যান্ড কোম্পানি। ১০৩ রান করেন ভারত অধিনায়ক। ৯০ করেন কেএল রাহুল। টেস্টের শেষ দিনে শতরান করেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। পঞ্চম উইকেটে ২০৩ রান যোগ করে এই জুটি। দু'জনেই ৮০ রানের ঘরে থাকাকালীন হ্যান্ডশেক করে ম্যাচ ড্রয়ের প্রস্তাব দেন বেন স্টোকস। কিন্তু দুই ভারতীয় অলরাউন্ডারই প্রত্যাখান করেন। 

বৃহস্পতিবার আইসিসি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সিরিজের সেরা মুহূর্ত বেছে নেন প্রাক্তন তারকা। যুবরাজ বলেন, 'ম্যাঞ্চেস্টারে টেস্ট ড্র করাই সিরিজের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত। আমি কখনও দেখিনি ওয়াশিংটন এবং জাদেজা শতরান করে টেস্ট ড্র করছে। সেটাই অনেক কিছু বলে দিচ্ছে। জাদেজা দীর্ঘদিন ধরে আছে। তবে ওয়াশিংটন সুন্দরের মতো একজন তরুণ ক্রিকেটার দলে সুযোগ পেয়ে যা করেছে, অনবদ্য। ওর জন্য গর্বিত।'

যুবি মনে করেন এটাই সিরিজের টার্নিং পয়েন্ট। লর্ডসে হারের পর ১-২ এ সিরিজে পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যেত। একটা সময় সেই জায়গায় চলেও যায়। কিন্তু শুভমন গিলের শতরান দলকে লড়াইয়ে ফেরায়। বাকি কাজটা সারেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। প্রাক্তন তারকা মনে করেন, এটাই তরুণ ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। যুবরাজ বলেন, 'সেদিন টেস্ট ড্র হলেও আমাদের জন্য জয় ছিল। সিরিজ ড্র হলেও সাফল্যের বিচারে আমরাই এগিয়ে। কারণ, আমাদের তরুণ দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া বিদেশের মাঠে এই প্রথম। এই অবস্থায় ইংল্যান্ডে ভাল খেলে নিজেদের প্রমাণ করা সহজ নয়।' শুভমন গিল এবং তাঁর তরুণ দলকে বাহবা দেন যুবি। বরাবরই গিলের ঘনিষ্ঠ তিনি। কোভিডের সময় শুভমন গিল এবং অভিষেক শর্মাকে নিজের বাড়িতে রাখেন প্রাক্তন তারকা। দুই তরুণেরই পার্টি করার প্রবণতা ছিল। তাঁরা রাতে যাতে বাড়ির বাইরে বেরোতে না পারে, দু'জনের জুতো লুকিয়ে রাখতেন যুবরাজ। একটি সাক্ষাৎকারে এই ঘটনার কথা জানান তাঁর বাবা যোগরাজ সিং।