আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই সিরিজে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়ক শুভমান গিল চাপে থাকবেন বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। এশিয়া কাপ ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। সেখানে গিল ভাল রান পাননি।
তার উপরে তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন। আকাশ চোপড়া আরও জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা অস্ট্রেলিয়ার মাঠেই পরীক্ষিত হবে। এশিয়া কাপে গিল ওপেন করেন অভিষেক শর্মার সঙ্গে। সেখানে প্রায় প্রতিটি ম্যাচে অভিষেক শর্মা ঝড় তুললেও গিল নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
আরও পড়ুন: বুধবার থেকে শুরু টি–টোয়েন্টি সিরিজ, রান খরা নিয়ে কী বললেন সূর্য জানুন
প্রায় এক বছর পরে তিনি টি-টোয়েন্টি ফিরেছিলেন। সাতটি ইনিংসে ১২৭ রান করেছিলেন গিল। তাঁর প্রত্যাবর্তনের ফলে সঞ্জু স্যামসন ওপেনিং স্লটে জায়গা হারান। ওপেন করতে নেমে সঞ্জু স্যামসন কিন্তু গত ১২ মাসে তিনটি সেঞ্চুরিও করেন। কিন্তু গিল ফেরায় তিনি ব্যাটিং অর্ডারে নেমে যান।
ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ''শুভমান গিলের জন্য এই টি-টোয়েন্টি সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রান না পেলে ওর পজিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দেবে।''
গিলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন অনেকে। সঞ্জু স্যামসন তাঁর ব্যাটিং পজিশন হারিয়েছেন। শুধুমাত্র সঞ্জু নন, যশস্বী জয়সওয়ালও বাইরে রয়েছেন। ফলে চাপ কিন্তু বাড়বে গিলের উপরে। যদি না তিনি রান পান। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই যশস্বী। অপেক্ষায় রয়েছেন তিনি। এই দুই ক্রিকেটারের জন্য চাপ কিন্তু বাড়বে় গিলের উপরে। এটা আকাশ চোপড়ার মতামত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে গিলের পারফরম্যান্স আতসকাচের নীচে দেখা হবে। গিল কী করেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন: পছন্দের খাবার ছেড়েছেন রোহিত, দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট বদল রোহিতের ...
