আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী যুগের সূচনা হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয়েছে শুভমন গিলের। এবার নতুন অধিনায়কের উদ্দেশে বিশেষ বার্তা যোগরাজ সিংয়ের। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দিলেন। উদাহরণ টানেন কপিল দেবের। ঠিক যেমন ১৯৮৩ বিশ্বকাপে হয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। তরুণ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। দুই তারকা ব্যাটার ছাড়াও রবিচন্দ্রন অশ্বিনকে মিস করবে ভারত। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করেন। সফল অধিনায়ক হতে হলে কী করতে হবে, সেই নিয়ে গিলকে পরামর্শ দেন যুবরাজের বাবা।
তিনি মনে করেন, ব্যাট হাতেও নিয়মিত বড় রান করতে হবে শুভমনকে। তরুণ দল হলেও তিনি মনে করেন, এক ভারতীয় দলের ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা আছে। যোগরাজ বলেন, 'কয়েকদিন আগে অভিষেক শর্মা এবং শুভমন গিলকে নিয়ে আবার সঙ্গে যুবরাজের কথা হচ্ছিল। ও বলে, গিলকে শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ব্যাট করতে নেমে অধিকাংশ সময় ক্রিজে থাকার দিকে নজর দিতে হবে। একজন অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হলে, রান পেতে হবে। শুভমনকে ১০০, ২০০, ৩০০ রানের লক্ষ্য সেট করতে হবে। কপিল দেব যেমন ১৯৮৩ বিশ্বকাপে করেছিল, তেমনভাবে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। আমার বিশ্বাস, ভারত সিরিজ জিতবে।' যুবরাজের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল গিলের। কোভিডের সময় যুবির বাড়িতে থেকেই প্রস্তুতি নেন শুভমন।
