আজকাল ওয়েবডেস্ক: ২০ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে। প্রস্তুতিতে দল। মঙ্গলবারই পারিবারিক ব্যস্ততা মিটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর। বিরাট–রোহিত ও অশ্বিন অবসর নেওয়ায় দলে এবার তরুণদের ভিড়। সেই তরুণদেরই একজন যশস্বী জয়েসওয়াল।
আসন্ন সিরিজে বহু রেকর্ড ভেঙে ফেলতে পারেন যশস্বী। ২০২৩ সালে অভিষেকের পর ২৩ বছরের এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিং নজর কেড়ে নিয়েছে। এবার বীরেন্দ্র শেহবাগ এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের পিছনে ফেলতে পারেন যশস্বী। টেস্টে দ্রুততম ২০০০ রান করা ভারতীয় খেলোয়াড় হওয়ার সুযোগ রয়েছে যশস্বীর সামনে। লাল বলের ক্রিকেটে ১৯টি ম্যাচে (৩৬ ইনিংস) ১৭৯৮ রান করেছেন তিনি। গড় ৫২.৮৮। এর মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি এবং দশটি হাফসেঞ্চুরি। অর্থাৎ ২০০০ রান থেকে মাত্র ২০২ রান দূরে যশস্বী। রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র শেহবাগ দু’জনেই ৪০ ইনিংসে দু’হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। সেই কারণে যশস্বীর সামনে ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের দুর্দান্ত সুযোগ রয়েছে।
তবে এটা ঘটনা, ইংল্যান্ডের মতো সুইং কন্ডিশনে যশস্বীকে রান পেতে গেলে যথেষ্ট কসরত করতে হবে। ইংল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে সেভাবে রান পাননি তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চার ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। আর বর্ডার–গাভাসকর ট্রফিতে তাঁর রান ছিল ১০ ইনিংসে ৩৯১। গড় ৪৩.৪৪। এর মধ্যে ছিল এক সেঞ্চুরি এবং দু’টি হাফসেঞ্চুরি। যশস্বীই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
