আজকাল ওয়েবডেস্ক: ভারতের টেস্ট ও ওয়ানডে ওপেনার যশস্বী জয়সওয়াল বিজয় হাজারে ট্রফির জন্য মুম্বই দলে যোগ দিচ্ছেন। চলতি মাসের ২৯ তারিখ বিজয় হাজারে ট্রফিতে মুম্বই বনাম ছত্তিশগড় ম্যাচ রয়েছে। 

এর আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই-রাজস্থান ম্যাচ চলাকালীন পেটে যন্ত্রণা শুরু হয় যশস্বীর। খেলা শুরুর আগেই পেটে যন্ত্রণা শুরু হয়েছিল যশস্বীর। সেই অবস্থাতেই ব্যাট করেন তিনি। ১৬ বলে ১৫ রান করেন মুম্বইয়ের ওপেনার। ব্যাট করার সময় বোঝা যাচ্ছিল, অস্বস্তি হচ্ছে তাঁর।

খেলার শেষ দিকে যশস্বীর যন্ত্রণা আরও বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়। তাতেই জানা গিয়েছে, যশস্বীর ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।

পাশাপাশি কয়েক দিন অন্তর হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে টিম ইন্ডিয়ার টেস্ট দলের এই ওপেনারকে। সেই যশস্বী জয়সওয়াল এবার মুম্বইয়ের হয়ে নেমে পড়বেন বিজয় হাজারে ট্রফিতে। শোনা যাচ্ছে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার শিবম দুবেও মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারের লিগ পর্বে যথাক্রমে ৬ ও ৮ জানুয়ারি। 

বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা দুর্দান্ত শুরু করেন। তিনি সেঞ্চুরি করেন। মুম্বইও জেতে খুব সহজেই। এবার যশস্বী ফেরায় মুম্বই দল যে আরও শক্তিশালী হবে, একথা বলাই বাহুল্য।