আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদের জল্পনার মধ্যেই যুজবেন্দ্র চাহালকে নিয়ে ভিডিও ভাইরাল। বৃহস্পতিবার চাহালের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি কালো টি-শার্ট পরে থাকতে দেখা যায়, যার ওপর লেখা ছিল, ‘Be your own sugar daddy’। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, মুম্বইয়ের পরিবার আদালত চাহাল এবং ধনশ্রীর বিবাহবিচ্ছেদের মামলায় সিলমোহর দিয়েছে। চহালের আইনজীবী নীতীন কুমার গুপ্তা আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের বলেন, ''আদালত রায় দিয়ে দিয়েছে।'' অর্থাৎ চহাল আর ধনশ্রী স্বামী-স্ত্রী নন। বোম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আগে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করে দেওয়া হল। ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। এবার পাঞ্জাব কিংসে খেলবেন চাহাল। সুতরাং, তার আগে ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
Be Your Own Sugar Daddy pic.twitter.com/5pCKWEXJVQ
— Out Of Context Cricket (@GemsOfCricket)Tweet by @GemsOfCricket
২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল এবং ধনশ্রীর। ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকেন দু'জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন জানান। একইসঙ্গে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করার আবেদনও করা হয়। সেকশন ১৩ বি ২ নম্বর ধারা অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার ছয় মাস পরে সিদ্ধান্ত জানায় কোর্ট।
দম্পতিদের কুলিং অফ পিরিয়ড দেওয়া হয় যাতে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু চাহাল এবং ধনশ্রী দু'বছর ধরে আলাদা থাকছে। তাই বোম্বে হাইকোর্ট মনে করেছে, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের কুলিং অফ পিরিয়ড প্রযোজ্য নয়। একটি রিপোর্ট অনুযায়ী, ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোষ দিতে রাজি হয়েছে চাহাল। তবে এখনও পর্যন্ত ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা এরমধ্যেই দিয়ে দিতে হবে।
