আজকাল ওয়েবডেস্ক: এই প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতল ভারত। মহিলাদের এই ফরম্যাটে বরাবরই দাপট দেখিয়ে এসেছে অস্ট্রেলিয়া। তারা সাত বার চ্যাম্পিয়ন হয়েছে। এরপরেই রয়েছে ইংল্যান্ড। একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু এই প্রথমবার এশিয়া মহাদেশে ট্রফি এল। তবে এখানেই শেষ নয়। এবার পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে নয়া রেকর্ডও গড়ল মেয়েদের বিশ্বকাপ।
২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারান রোহিত শর্মারা। দেশের মাটিতে এবছর মহিলাদের বিশ্বকাপেও সামনে ছিল দক্ষিণ আফ্রিকা। মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৫২ রানে জেতেন হরমনপ্রীত কৌররা। সম্প্রচারকারী চ্যানেল জিওহটস্টারে সেই ম্যাচ দেখেন ১৮৫ মিলিয়ন দর্শক। অর্থাৎ প্রায় ১৯ কোটি মানুষ। টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও প্রায় এত সংখ্যক মানুষ দেখেছিলেন বলে জানা গিয়েছে। তবে আইপিএলের প্রত্যেকদিনের দর্শকের থেকে এই সংখ্যাটা অনেক বেশি।
জানা গেছে, গোটা টুর্নামেন্ট জুড়ে মোট দর্শক সংখ্যা ছিল ৪৪৬ মিলিয়ন। সেখানে শুধু ফাইনাল একসঙ্গে ২ কোটি ১০ লক্ষ এবং সিটিভি–র নিরিখে ৯ কোটি ২০ লক্ষ মানুষ দেখেছিলেন। পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক সংখ্যাটাও প্রায় একইরকম ছিল। যা নিয়ে জিওস্টারের স্পোর্টস বিভাগের সিইও ঈশান চ্যাটার্জি বলেন, ‘আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ভারতে মহিলা ক্রিকেটের ক্রমবর্ধমান মর্যাদাকে পুনরায় প্রমাণ করেছে। বিশেষ করে ভারতীয় দলের অসাধারণ পারফরম্যান্স রেকর্ড সংখ্যক দর্শক আকর্ষণ করেছে। যা ভক্তদের আগের চেয়েও বেশি উৎসাহী করে তুলবে। এই সাফল্য আইসিসি ও বিসিসিআই, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং যারা মহিলা ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্র্যান্ডগুলির সম্মিলিত অর্জন।’
এটা ঘটনা হরমনদের খেলা দেখতে প্রতি ম্যাচেই গ্যালারিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। যাঁরা মাঠে যেতে পারেননি, তাঁরা টিভি কিংবা মোবাইলে চোখ রেখেছিলেন। ভারতীয় দলের পারফরম্যান্স উপভোগ করেছেন সবাই। তাই টুর্নামেন্ট চলাকালীনও ভিউয়ারশিপের নতুন রেকর্ড তৈরি হয়েছিল। যা রোহিতদের চ্যাম্পিয়ন হওয়ার তুলনায় কোনও অংশে কম নয়।
