আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মহিলা ওডিআই বিশ্বকাপের পাঁচটি ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হল, শুক্রবার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পাঁচটি ম্যাচের মধ্যে রয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং সম্ভাব্য ফাইনাল। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে কর্ণাটক ক্রিকেট সংস্থা স্টেট পুলিশের অনুমোদন নিতে ব্যর্থ হওয়ার পর। গত জুনে আইপিএল ফাইনালের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় উদযাপনের সময় পদপিষ্টের ঘটনা ঘটে। ঘটনায় ১১ জন নিহত এবং ৫০-এর বেশি মানুষ আহত হন। এই ঘটনার পর বিচারপতি জন মাইকেল ডি’কুনহা কমিশন স্টেডিয়ামকে ‘বড় ইভেন্টের জন্য মৌলিকভাবে নিরাপদ নয়’ বলে নির্ধারণ করে। টুর্নামেন্টের সময়সূচি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
নভি মুম্বাই এখন বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পাঁচটি ভেন্যুর মধ্যে একটি। প্রাথমিকভাবে বেঙ্গালুরুর পাঁচটি ম্যাচ আয়োজন করার কথা ছিল, যার মধ্যে রয়েছে ৩০ সেপ্টেম্বরের উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনাল। এখন ৩০ সেপ্টেম্বরের উদ্বোধনী ম্যাচ ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘টুর্নামেন্ট ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চিন্নাস্বামী থেকে নভি মুম্বইতে সরে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। ম্যাচের সময়সূচি: ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা, ৩ অক্টোবর ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল, ২ নভেম্বর ফাইনাল (ফাইনাল নভি মুম্বাইয়ে হবে, যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে যায়। পাকিস্তান ফাইনালে উঠলে মেগা ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।)
নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম সম্প্রতি মহিলা ক্রিকেটের জন্য একটি জনপ্রিয় ভেন্যু হয়ে উঠেছে। এখানে মহিলা প্রিমিয়ার লিগ এবং দ্বিপাক্ষিক সিরিজে ভিড়ে ঠাসা স্টেডিয়াম লক্ষ্য করা গিয়েছে। ভারতের সাতটি লিগ ম্যাচের মধ্যে দু’টি নভি মুম্বাইতে অনুষ্ঠিত হবে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘নভি মুম্বাই সম্প্রতি মহিলা ক্রিকেটের জন্য অন্যতম জনপ্রিয় ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ এবং মহিলা প্রিমিয়ার লিগের সময় প্রাপ্য সমর্থন চমৎকার। আমি নিশ্চিত, একই উদ্দীপনা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের বড় ম্যাচগুলোতেও থাকবে, যা ১২ বছরের পর ভারতে ফিরে আসছে।’
উল্লেখ্য, চলতি বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হয়। তার পরের দিনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গিয়েছিল। মর্মান্তিক ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্নাটক হাইকোর্ট। তারপর থেকেই ঘটনার দায় ঠেলাঠেলি চলছে কর্নাটক সরকার এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। এই পরিস্থিতিতে কমিশনের এই রিপোর্টের পর সবটাই বিশ বাঁও জলে। কারণ কমিশন স্পষ্ট করে দিয়েছে, যে স্টেডিয়ামে ভিড় সামলানো, আপৎকালীন পদক্ষেপ করা এবং যানজট নিয়ন্ত্রণে রাখার দক্ষতা থাকবে, তাদেরই এই ধরনের বড় ইভেন্ট আয়োজন করা উচিত।
