আজকাল ওয়েবডেস্ক: দুপুর সাডে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল মহিলাদের বিশ্বকাপ ফাইনালের। কিন্তু দুপুর থেকে তুমুল বৃষ্টিতে পিছিয়ে গিয়েছে খেলা।
লেটেস্ট আপডেট অনুযায়ী বিকেল সাড়ে চারটে নাগাদ টস হবে। বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচ। এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, ৫০ ওভারেই ম্যাচ হবে।
বিকেল পাঁচটার পরে খেলা বন্ধ হলে তখন ওভার কমার সম্ভাবনা রয়েছে। আয়োজকরা চাইছেন যেন রবিবারেই ফাইনাল করা যায়।
খেলা যদি এদিন একেবারেই না হয় সেক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে-তে যাবে ম্যাচ। ম্যাচ এদিন করার শেষ সময় রাত ৯.০৫। সেই সময় পর্যন্ত ২০ ওভারে ম্যাচ করা যেতে পারে।
তবে এই মুহূর্তে বৃষ্টি কমেছে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। কভার সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাঁচটার মধ্যে ম্যাচ শুরু হলে ৫০ ওভারেই ম্যাচ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গোটা স্টেডিয়াম নীল জার্সিতে ভরে গিয়েছে। তুমুল বৃষ্টিতেও দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ম্যাচ শুরু হওয়ার জন্য।
মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের খবর অনুযায়ী, শনিবার বৃষ্টির সম্ভাবনা ছিল প্রায় ৮৬ শতাংশ।
রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। এই মাঠেই বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত।
বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল সেই ম্যাচ।রবিবার যদি খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। সেক্ষেত্রে ৩ নভেম্বর, সোমবার ফের হবে ফাইনাল।
সেদিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। প্রশ্ন হল, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হল দক্ষিণ আফ্রিকা।
কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে এগিয়ে ছিল দক্ষিণ আফিকা। অর্থাৎ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের প্রতিপক্ষ বৃষ্টি।
তার উপর গ্রুপ পর্যায়ে ভারতকে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেটাও দক্ষিণ আফ্রিকার কাছে একটা অ্যাডভান্টেজ। ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রার্থনা, ফাইনালে যেন বৃষ্টি না হয়।
