আজকাল ওয়েবডেস্ক: তিন বছর পর আবার আইপিএলে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে বিরাট কোহলিকে। পরিস্থিতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মেগা নিলাম থেকে ১৯ জন ফুটবলারকে কিনেছে। তাঁদের স্ট্র্যাটেজি স্পষ্ট ছিল। জেদ্দায় নিলামে অধিনায়কের খোঁজই করেনি আরসিবি। যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে প্লেয়ার কেনে বেঙ্গালুরু। আকাশছোঁয়া দরে কোনও প্লেয়ার কেনেনি আরসিবি। নিলামে তাঁদের সবচেয়ে দামি প্লেয়ার জস হ্যাজেলউড। অ্যাট্রেলিয়ান পেসারের অন্য ১২.৫০ কোটি খরচ করে বেঙ্গালুরু। ঋষভ পন্থ এবং কেএল রাহুলের জন্য শুরুতে বিড করলেও সেটা ১১ কোটি ছাপিয়ে যাওয়ার পর তাঁরা পিছিয়ে আসে। মরিয়া চেষ্টা করাই হয়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে নেতৃত্বের জন্য দু'জনের দিকে হাত বাড়ায়নি বেঙ্গালুরু। এমনকী শ্রেয়স আইয়ারের জন্য বিডই করা হয়নি। এর থেকেই স্পষ্ট, আগামী আইপিএলে নেতার ভূমিকায় আবার ফিরবেন কোহলি।
প্রাক্তন অধিনায়ক ফাফ ডু'প্লেসিকেও ফেরানোর চেষ্টা করা হয়নি। এবার তাঁকে অনেক কম দামে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু তাসত্ত্বেও আগ্রহ প্রকাশ করেনি ফ্রাঞ্চাইজি। এখনও পর্যন্ত আইপিএল জেতেনি আরসিবি। এবার যথেষ্ট শক্তিশালী দল বানানো হয়েছে। কোহলির হাত ধরেই খরা কাটাতে চাইছে বেঙ্গালুরু। আইপিএলের প্রথম সংস্করণ থেকেই আরসিবিতে আছেন বিরাট। ইতিমধ্যেই বেঙ্গালুরু ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে তারকা ক্রিকেটারের। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন কোহলি। চারবার প্লে অফে ওঠে দল। ২০১৬ আইপিএলে খেতাব জয়ের সবচেয়ে কাছাকাছি এসেছিল। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারে। আইপিএল জয় অধরা ক্রিকেটার কোহলি এবং অধিনায়ক কোহলির। এবারই কি শাপমুক্তি হবে? দেখার অপেক্ষায় বিরাট ভক্তরা।
