আজকাল ওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের প্লেঅফ। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। খেলা হবে পাঞ্জাব কিংসেরই অন্যতম হোম গ্রাউন্ড মুল্লানপুরে।


১১ বছরের খরা কাটিয়ে পাঞ্জাব প্লেঅফে উঠেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। অন্যদিকে আরসিবিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। একটা জমজমাট ম্যাচের অপেক্ষায় সবাই। কিন্তু বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাবে না তো?‌


আকুওয়েদারের রিপোর্ট বলছে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৬ শতাংশ। আর্দ্রতা থাকতে পারে ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে। ম্যাচ চলাকালীন বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা ঘণ্টায় ২০ কিলোমিটার।


একমাত্র ফাইনাল ছাড়া প্লেঅফের ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে কোনও ম্যাচ ভেস্তে গেলে গ্রুপ পর্যায়ে পয়েন্টে এগিয়ে থাকা দল জিতে যাবে। আর তাই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কারণে আবহাওয়া বিগড়োলে ও খেলা না হলে পাঞ্জাব পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে চলে যাবে ফাইনালে। আর আরসিবিকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।


তবে একটাই স্বস্তি প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর দুটি ম্যাচই হবে মুল্লানপুরে।