আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ওয়াসিম আক্রমকে নিয়ে জোরালো চর্চা।
সুলতান অফ সুইং ওয়াসিম আক্রমের সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে শানিরা আক্রমের। আর তার পরই গর্জে ওঠেন আক্রমের স্ত্রী।
'জেমস অফ ক্রিকেট' নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ডাইভোর্সড ইলেভেন। অর্থাৎ বিচ্ছেদ হওয়া ক্রিকেটারদের ছবি এবং নাম দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, মহম্মদ আজহারউদ্দিন, বিনোদ কাম্বলি, রবি শাস্ত্রী, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, ওয়াসিম আক্রম, অনিল কুম্বলে, শেন ওয়ার্ন, জাভাগল শ্রীনাথ, মহম্মদ সামি ও যুজবেন্দ্র চহালের নাম।
যুজবেন্দ্র চহালের নামের পাশে লেখা 'ইমপ্যাক্ট প্লেয়ার'।
অনাবশ্যক ভাবে আক্রমের নাম দেওয়া হয়েছে এই তালিকায়। এই পোস্টটি দেখার পরে আর স্থির থাকতে পারেননি শানিরা আক্রম। প্রতিবাদ জানিয়েছেন তিনি। যে তথ্য দেওয়া হয়েছে তার সত্যতা নেই বলে জানান শানিরা আক্রম।
— Out Of Context Cricket (@GemsOfCricket)Tweet by @GemsOfCricket
'জেমস অফ ক্রিকেট'-এর উদ্দেশে শানিরা আক্রম লেখেন, ''তোমরা সত্যিই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছো। আমি যেটা দেখছি তা হল, তোমরা সঠিক এবং বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করছো না।''
শানিরা আক্রমের এহেন স্পষ্ট বক্তব্য ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। ভিত্তিহীন কিছু জল্পনাকে থামিয়ে দেওয়ার জন্য শানিরার প্রশংসা করেন সবাই।
২০১৩ সালে শানিরাকে বিয়ে করেন ওয়াসিম আক্রম। ১৯৯৫ সালে হুমা মুফতিকে বিয়ে করেছিলেন আক্রম। তাঁদের দুই ছেলে। ২০০৯ সালে হুমা মারা যান।
তার চার বছর পরে আক্রম নতুন করে প্রেমে পড়েন অস্ট্রেলিয়ার মেয়ে শানিরা থম্পসনের। ২০১৪ সালে আক্রম ও শানিরার সংসারে কন্য সন্তান আসে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দিচ্ছেন আক্রম। পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন তিনি। কেবল পাকিস্তান নয়, বাংলাদেশের ক্রিকেট নিয়েও কিন্তু সোচ্চার আক্রম। সেই 'সুলতান অফ সুইং'কে নিয়েই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ভুয়ো তথ্য।
