আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তিনি। অথচ তাঁকে রিটেন তো করেইনি, এমনকী মেগা নিলামে তাঁর জন্য বিডও করেনি কলকাতা নাইট রাইডার্স।  

প্রাক্তন নাইট ৪ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে চলে গেলেন রাজস্থান রয়্যালসে। নতুন দল পেলেন নীতীশ রানা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন নীতীশ রানার স্ত্রী সাচী মারওয়ার একটি পোস্ট নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। সাচী লিখেছেন, ''আনুগত্য বড় দামী। সকলের এই আনুগত্য দেখানোর ক্ষমতা নেই।'' সাচীর এহেন পোস্টের পরে অনেকেই মনে করছেন, তাঁর নিশানায় নাইট রাইডার্স। 

?ref_src=twsrc%5Etfw">November 25, 2024

 

২০১৮ সাল থেকে কেকেআরের সদস্য নীতীশ রানা। নাইটদের নেতৃত্বও দিয়েছেন তিনি। সেই তাঁর প্রতিই সৌজন্য দেখাল না কেকেআর। 

উলটে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েও ২৩.৭৫ কোটিতে কেনে কলকাতা। নীতীশ রানা অবশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি এখন নতুন দলের সদস্য। তিনি লিখেছেন, ''রয়্যাল-টি ইজ পিঙ্ক।'' 

কেমন হল নীতীশ রানার সদ্য প্রাক্তন দল কেকেআর? একনজরে দেখে নেওয়া যাক-

একনজরে কেকেআর:

উইকেটকিপার: কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি)। 

ব্যাটার: রিঙ্কু সিং (১৩ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), রোভমান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), লাভনীত শিশোদিয়া (৩০ লক্ষ)।

অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), অনুকূল রায় (৪০ লক্ষ), রমনদীপ সিং (৪ কোটি), মঈন আলি (২ কোটি)।

পেসার: হর্ষিত রানা (১২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), আনরিচ নোখিয়া (৬.৫০ কোটি), স্পেন্সর জনসন (২.৮০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ)। 

স্পিনার: বরুণ চক্রবর্তী (৪ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ)।