আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে কেন রোহিত শর্মার থেকে এগিয়ে বিরাট কোহলি? এবার সেটা বাতলে দিলেন মহম্মদ কাইফ। দীর্ঘদিন ধরে দু'জনের খেলা খতিয়ে দেখছেন প্রাক্তন ভারতীয় তারকা। তিনি জানান, ম্যাচ উইনার হিসেবে এগিয়ে বিরাট। তাঁর মাইন্ডসেটের ভূয়সী প্রশংসা করেন। কাইফ জানান, বড় রানে কনভার্ট করার সহজাত প্রবৃত্তি তারকা ক্রিকেটারের।সিরিজ ওপেনারে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কোহলি। দ্বিতীয় ম্যাচের আগে দুই তারকার মধ্যে পার্থক্য তুলে ধরেন প্রাক্তন তারকা।

কাইফ বলেন, 'বড় রানে কনভার্ট করতে পারেন কোহলি। ৩০, ৪০ রান করা মানে শেষপর্যন্ত টিকে থাকা এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়া। সেই কারণে একদিনের ক্রিকেটে সবসময় রোহিতের থেকে এগিয়ে বিরাট। ও নিয়মিত রান করে এবং বড় ইনিংস খেলে। প্রথম একদিনের ম্যাচে আউট হওয়ার পর মাথা নাড়াচ্ছিল। স্পষ্ট বুঝিয়ে দেয়, ভুল শট খেলেছে।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯১ বলে ৯৩ রান করেন বিরাট। ম্যাচের সেরা হন। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কেরিয়ারের সায়াহ্নে এসেও এই পারফরম্যান্সে তৃপ্ত তারকা ক্রিকেটার। 

এই জায়গায় পৌঁছতে পেরে খুশি কোহলি। বলেন, 'আমি যদি পেছন ফিরে আমার গোটা যাত্রাটা দেখি, স্বপ্নের থেকে কম নয়। আমি সবসময় নিজের ক্ষমতা সম্বন্ধে অবগত ছিলাম। এই জায়গায় পৌঁছতে আমাকে কসরত করতে হয়েছে। ভগবান আমাকে দু'হাত ভরে দিয়েছে। তাই আমার কোনও অভিযোগ নেই। আমি এই জায়গায় পৌঁছতে পেরে কৃতজ্ঞ। এটা আশীর্বাদ। আমি যা করতে ভালবাসি, সেটার মাধ্যমে এত মানুষকে আনন্দ দিতে পেরে আমি তৃপ্ত। ছোটবেলা থেকে আমি এই খেলাকে ভালবাসি।' দীর্ঘ কেরিয়ারে প্রচুর ট্রফি পেয়েছেন কোহলি। কিন্তু ট্রফিগুলো নিজের ক্যাবিনেটে নেই। কোথায় রয়েছে কোহলির ট্রফি? তারকা ক্রিকেটার জানান, সমস্ত ট্রফি গুরগাঁওয়ে নিজের মাকে পাঠিয়ে দেন। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'মা সব ট্রফি রেখে দিতে পছন্দ করে।' নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের শেষে প্রেজেন্টার প্রশ্ন করেন, সমস্ত ট্রফি রাখতে একটি আলাদা ঘর লাগবে কিনা? তার উত্তরে হাসিমুখে এই তথ্য জানান কোহলি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ। ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন বিরাট। বুধবার প্রথমে ব্যাট করে শুরুটা ভাল করে ভারত। বিনা উইকেট জাতীয় অর্ধশতরানের পার্টনারশিপ রোহিত শর্মা এবং শুভমন গিলের মধ্যে।