আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই ম্যাচ জেতার পরেরদিনই আচমকা বেঙ্গালুরু উড়ে গেলেন সঞ্জু স্যামসন। জানা গেছে, সোমবার গুয়াহাটি থেকে বেঙ্গালুরুর বিমান ধরেন রাজস্থান রয়্যালস ক্রিকেটার সঞ্জু। গন্তব্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। শোনা যাচ্ছে, উইকেটকিপিং করতে চান এই পারমিশন নিতেই তিনি বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্সে গেছেন। প্রসঙ্গত, ইংল্যান্ড সিরিজের সময়েই ডান হাতের বুড়ো আঙুলে চোট পান সঞ্জু। অস্ত্রোপচার হয়। আইপিএলের শুরু থেকে খেললেও তিনি উইকেটকিপিং করছেন না। এমার্জিং ক্রিকেটার হিসেবে খেলছেন। আর তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রিয়ান পরাগ।
সূত্রের খবর, বোর্ডের স্পোর্টস সায়েন্সের অনুমতি নিতেই বেঙ্গালুরু গিয়েছেন সঞ্জু। এটা ঘটনা উইকেটকিপিংয়ের ছাড়পত্র পেলে সঞ্জু ফের অধিনায়কত্বই করবেন রাজস্থানের। সূত্রের খবর, সঞ্জুর এখন ডান হাতের বুড়ো আঙুলের অবস্থা বেশ ভাল। তাই তিনি উইকেটকিপিংয়ের অনুমতি চাইছেন।
রাজস্থানের পরবর্তী ম্যাচ প্রায় এক সপ্তাহ পর। আশা করা হচ্ছে প্রয়োজনীয় অনুমতি তিনি পেয়ে যাবেন। এদিকে এখনও অবধি তিন ম্যাচের মধ্যে হায়দরাবাদ ম্যাচে সর্বোচ্চ ৬৬ করেছেন সঞ্জু। কেকেআর ম্যাচে ১৩। আর চেন্নাই ম্যাচে ২০। শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলছেন। আর উইকেটকিপিং করছেন ধ্রুব জুড়েল। এবার বোর্ডের ছাড়পত্র পেলেই উইকেটকিপিংয়ের পাশাপাশি অধিনায়কত্বে ফিরবেন সঞ্জু।
এখনও অবধি তিন ম্যাচে খেলে একটি জয় রাজস্থানের। পরবর্তী ম্যাচ ৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে। এরপর ৯ এপ্রিল খেলা গুজরাটের বিরুদ্ধে। আর ১৩ তারিখ দল জয়পুরে খেলবে আরসিবির বিরুদ্ধে।
