আজকাল ওয়েবডেস্ক: রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার আগে চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থান রয়্যালসে যোগ দেন রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেন। 

সিএসকে-তে গেলেন সঞ্জু স্যামসন। ১৪ কোটিতে ১৭ বছর পর রাজস্থানে ফেরেন জাড্ডু। শেন ওয়ার্নের অধিনায়কত্বে প্রথম আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন তারকা অলরাউন্ডার। আইপিএলে যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই ফিরলেন জাদেজা। ২০১২ সাল থেকে চেন্নাইয়ে তারকা অলরাউন্ডার। শুধুমাত্র ২০১৬ এবং ২০১৭ সালে দলের নির্বাসনের সময় অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যায় তাঁকে। রাজস্থানে ফেরা তাঁর কাছে হোমকামিং। 

৪ কোটি টাকা কমিয়ে রাজস্থান হল জাদেজার নতুন ঠিকানা। শুধুমাত্র ফর্মের জন্যই যে জাদেজা দল ছেড়েছেন তা নয়। 
২০২৫-এর আইপিএলে জাদেজা ৩০১ রান করেছেন। উইকেট নেন ১০টি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জাদেজা নিজেই চেন্নাই ছাড়তে চেয়েছেন। এক মাস আগে চেন্নাই কর্তাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। 

জাদেজা বলেছেন, ''রাজস্থান রয়্যালস আমাকে প্রথম মঞ্চ দেয়। প্রথম জয়ের স্বাদ আমি এখানে থাকতেই পাই। তাই এই ফ্র্যাঞ্চাইজিতে ফেরা সবসময়ই স্পেশাল। এটা আমার কাছে শুধুমাত্র একটা দল নয়, এটা আমার ঘর-বাড়ি। রাজস্থান রয়্যালসে আমি নিজের প্রথম আইপিএল জিতেছি। আশা করছি এই দলের সঙ্গে আমি আরও খেতাব জিতব।'' জাদেজা রাজস্থানে গেলেও নেতৃত্ব পাওয়ার নিশ্চয়তা নেই।
রাজস্থান রয়্যালসের মালিক বলেছেন, ''জাদেজা প্রায় ৪ সপ্তাহ আগে, অক্টোবরের মাঝামাঝি সময়ে আমার সঙ্গে যোগাযোগ করে জানায় যে ও রাজস্থানে ফিরতে আগ্রহী।'' রাজস্থানে ফেরা নিয়ে জাদেজা কোনও মন্তব্য করেননি। ইডেনে টেস্ট খেলতে ব্যস্ত তিনি।