আজকাল ওয়েবডেস্ক: কেরলে আসছেন লিও মেসি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা সেটাই জানিয়ে দিয়েছে। কিন্তু আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা কেরলে? সূত্রের খবর, ৯৯ শতাংশ সম্ভাবনা অস্ট্রেলিয়াম্যাচের ভেন্যু বদলে গিয়েছেকোচিতে হবে সেই ম্যাচমেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে ২০ কিমি রোড শো-র কথা ভাবা হচ্ছে। তিরুঅনন্তপুরমের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে হওয়ার কথা ছিল মেসি-ম্যাচ। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচটি হবে কোচিতে।

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ''মেসি আসবেন। অফিসিয়াল মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল সহ লিওনেল মেসি নভেম্বর মাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছেন।'' ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারতে পা রাখেন মেসি। সেবার তিনি ভেনিজুয়েলার বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয়লাভ করেছিল।

আরও পড়ুন: কোহলির রেকর্ড ভাঙলেন মান্ধানা, তবুও জিতল না ভারত, সিরিজ খোয়াল অজিদের কাছে

গত বছর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে জানিয়েছিলেন যে, আর্জেন্টিনা জাতীয় দল কেরালায় আসবে এবং সেখানে লিওনেল মেসিও যোগ দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘কেরালা এমন এক ভূমি যেখানে ফুটবল জাতি ও সংস্কৃতির সীমা অতিক্রম করে ভালোবাসা ও আবেগে গ্রহণ করা হয়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আগমন আমাদের ফুটবলপ্রেমেরই প্রমাণ। লিওনেল মেসির মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের কেরালায় আগমন ক্রীড়া জগতের জন্য গৌরবের’। তিনি আরও জানান, এই ঐতিহাসিক মুহূর্ত সম্ভব হয়েছে কেরালা সরকারের নিরলস প্রচেষ্টার কারণে এবং ব্যবসায়ী মহলও খরচ বহনের জন্য এগিয়ে এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা করে দিয়েছে। ফলে লাইট, ক্যামেরা, অ্যাকশন, কেরলে মেসি শো শুরু হল বলে। 

শুধু কেরালা নয় কলকাতা, আমেদাবাদ এবং মুম্বইয়েও যাবেন মেসি। আর্জেন্টিনার অধিনায়কের তিন দিনের সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। জানা গিয়েছে, শেষ ল্যাপে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন তিনি। তার আগেই অবশ্য প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সাক্ষাৎ হতে পারে মেসির। আপাতত যা ঠিক আছে ১২ ডিসেম্বর ভারতে আসবেন মেসি। পরের দিন কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান। পুজোর পরই কলকাতা তৈরি হতে থাকবে মেসি-বরণের জন্য। 

 

আরও পড়ুন:  এশিয়া কাপের বারুদে ঠাসা ভারত-পাক ম্যাচ, সতীর্থদের উদ্দেশে সূর্যর বার্তা, কী বললেন তিনি?...