আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত অনুষ্ঠানে স্বল্প সংখ্যক অতিথির উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছেন অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। পাত্রী হিমানী মোর। রবিবার সমাজমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন নীরজ। কে এই হিমানী যাঁর সঙ্গে নিভৃতে বিয়ে সারলেন তিনি।

একটি সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিমানী হরিয়ানার লারসৌলির বাসিন্দা। পানিপতের লিটল অ্যাঞ্জেল স্কুলে পড়াশোনা। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরবিদ্যায় স্নাতক। তিনি ম্যাককরম্যাক ইসেনবার্গ স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন। সাউথইস্টার্ন লুইসিয়ানা বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। পেশায় একজন টেনিস খেলোয়াড়ও। তিনি ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি আমহার্স্ট কলেজের টেনিস দলের ম্যানেজার।

?ref_src=twsrc%5Etfw">January 19, 2025

নীরজ যে বিয়ে করতে চলেছেন, সেই খবর ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। আচমকা নীরজের বিয়ের ছবি দেখে চমকে গিয়েছেন তাঁর ভক্তরা। সমাজমাধ্যমে নীরজ লিখেছেন, ''পরিবারের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।'' তিনি আরও লিখেছেন, ''সকলের আশীর্বাদের ফলে আজ এই মুহূর্তে এসে পৌঁছেছি।'' একটি ছবিতে দেখা যাচ্ছে নীরজ এবং হিমানী বিয়ের মন্ত্র পাঠ করছেন। অন্য একটিতে দেখা যাচ্ছে, মায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নীরজ। উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন। হাল্কা গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র নীরজ। হিমানিও পরেছিলেন হাল্কা গোলাপি রঙের পোশাক।