আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি সিরিজে প্রথম অর্ধশতরান। বৃহস্পতিবারই ওভাল শেষে হাফ সেঞ্চুরি করেছিলেন করুণ নায়ার। শুক্রবার অবশ্য ৫৭ রানেই তিনি আউট হয়ে যান। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের ২২ গজে প্রথম টেস্ট অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতরান করলেন ওভালে। টেস্টে দ্বিতীয় অর্ধশতরান করতে করুণ সময় নিয়েছেন ৩১৪৯ দিন! তবু নজির গড়তে পারেননি কর্নাটকের ব্যাটার।


ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে দুটো অর্ধশতরানের মধ্যে সর্বোচ্চ ব্যবধান ৪৪২৬ দিনের। এই নজিরের মালিক পার্থিব প্যাটেল। ২০০৪ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রানের ইনিংস খেলার পর ২০১৬ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক–ব্যাটার। যে সিরিজে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলে করুণ নজর কেড়েছিলেন, সেই সিরিজেই ৬৭ রানের ইনিংস খেলেন পার্থিব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের আর কোনও ক্রিকেটারের দুটো টেস্ট অর্ধশতরানের মধ্যে এত দিনের তফাৎ নেই। ৩১৪৯ দিন পর টেস্ট অর্ধশতরান করে করুণ এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন।


এটা ঘটনা, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রানের মধ্যে ছিলেন না করুণ। আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফেরা ব্যাটারের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ওভালে চাপের মুখে খেলা বৃহস্পতিবারের ইনিংস খানিকটা স্বস্তি দিতে পারে তাঁকে। বৃহস্পতিবার পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন করুণ। সে সময় ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল ভারতীয় দল। সেখান থেকে দলকে কিছুটা ভাল জায়গায় পৌঁছে দিয়েছে করুণের ব্যাট। যদিও ভারত অল আউট হয়ে গিয়েছে ২২৪ রানে।

এদিকে, ওভালে ২২৪ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫২ রানে অপরাজিত ছিলেন করুণ নায়ার। দ্বিতীয় দিন আর মাত্র ৫ রান যোগ করেই তিনি ফেরেন। আর ভারতের ব্যাটিংও তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ হয়ে গেল ২২৪ রানে।


শুক্রবার খেলা শুরুর ২৭ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস। পাঁচ উইকেট পেলেন চলতি সিরিজে প্রথমবার খেলতে নামা গাস অ্যাটকিনসন। তিন উইকেট জস টংয়ের। 


প্রথম দিনের শেষে রান ছিল ৬ উইকেটে ২০৬। এদিন মাত্র ১৮ রান যোগ করল টিম ইন্ডিয়া। পড়ল চার উইকেট। ৫৭ রানে ফিরলেন করুণ নায়ার। ওয়াশিংটন সুন্দর করেছেন ২৬। মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা খাতাই খুলতে পারেননি। ইংরেজ বোলারদের মধ্যে গাস অ্যাটকিনসন পেয়েছেন পাঁচ উইকেট। জস টং পেলেন তিন উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা অবধি তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান।

এদিকে, একের পর এক ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য ওভাল টেস্ট খেলতে পারছেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। এবার চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার ক্রিস ওকস। বৃহস্পতিবার খেলার শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ওকস। তখনই বোঝা গিয়েছিল, ওকসের চোট যথেষ্ট গুরুতর।