আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের বিশ্বকাপে বৃষ্টি পিছু ছাড়ছে না। ভারত–বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। আবার ভারত–নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবি মুম্বইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। রবিবারের মতো বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী হবে যদি ভারত–অস্ট্রেলিয়ার ম্যাচ ভেস্তে যায়?
সোমবারের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। দুপুরে চার ঘণ্টা ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩.৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সারাক্ষণই আকাশ মেঘে ঢাকা থাকবে। রাতের দিকে বৃষ্টি একটু কমতে পারে। ৩.৯ মিলিমিটার বৃষ্টি হতে পারে। দেড় ঘণ্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আইসিসি–র নিয়ম অনুযায়ী, দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। অর্থাৎ নির্ধারিত দিনে খেলা আয়োজন করা সম্ভব না হলে পরের দিন খেলা হতে পারে। যদি ভারতের খেলা বৃহস্পতিবার না হয়ে শুক্রবার হয়, তা হলে পরিস্থিতি একটু ভাল থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাতের দিনে ঘণ্টাখানেক বৃষ্টি হতে পারে। ৩.৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এদিকে, আবার আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে ম্যাচ এবং রিজার্ভ ডে দু’টিই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটাই হয়, তাহলে যে দল পয়েন্ট তালিকায় আগে শেষ করেছে তারা উঠে যাবে ফাইনালে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া শীর্ষে শেষ করায় তারাই যাবে ফাইনালে। দেশের মাটিতে বিশ্বকাপ জয় অধরাই থেকে যাবে ভারতের। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে এমন পরিস্থিতি তৈরি হলে ইংল্যান্ড যাবে ফাইনালে।
এটা ঘটনা রিজার্ভ ডে তে যদি ম্যাচের দিনে নির্দিষ্ট সংখ্যক ওভার খেলা সম্ভব না হয়, তা হলে সেটি গড়াবে রিজার্ভ ডে–তে। নির্ধারিত দিনে ম্যাচ শুরু হয় এবং ম্যাচের আগে বা পরে বৃষ্টির কারণে ওভার কমে গেলেও ম্যাচ সম্পূর্ণ না করা যায়, তা হলে রিজার্ভ ডে–তে সেখান থেকেই খেলা শুরু হবে, যেখানে আগের দিন শেষ হয়েছিল।
