আজকাল ওয়েবডেস্ক: আর চারদিন পরই ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার প্রস্তুতি চলছে তুঙ্গে। এবার ওপার বাংলার দলে রয়েছেন এক তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান সিরিজে নজর কেড়েছেন তিনি। তাঁর পেসে কুপোকাত হয়ে বাবর, রিজওয়ানরা।‌ এই বিষয়টি মাথায় রাখছেন গৌতম গম্ভীর। নাহিদকে সামলানোর এক বিশেষ পদ্ধতি নেওয়া হয়েছে। বাংলাদেশের এই পেসারের জন্যই নেট প্র্যাকটিসে একজন বিশেষ জোরে বোলারকে ডেকে নেওয়া হয়েছে। যার স্কিলসেট অনেকটাই নাহিদের মতো। তাই চেন্নাইয়ে চারদিনের শিবিরে পাঞ্জাবের গুরনূর ব্রারকে ডেকে পাঠানো হয়। মাত্র পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। গত আইপিএলে পাঞ্জাব কিংস দলের সদস্য ছিলেন। তেমন সাফল্য এখনও পাননি। ভালভাবে কেরিয়ারও শুরু হয়নি। তাহলে কেন তাঁকে ডাকা হল? ২৪ বছরের পেসারের উচ্চতা প্রায় সাড়ে ছয় ফুট। বলে পেসের পাশাপাশি বাউন্স আছে। তাঁকে দিয়েই নাহিদকে খেলার মহড়া সেরে রাখতে চাইছেন গম্ভীর। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নেন বাংলাদেশের পেসার। 

বাংলাদেশের দীর্ঘকায় চেহারার পেসারের মূল শক্তি বাউন্স। পেসের পাশাপাশি লাইন এবং লেন্থও ভাল। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইকেট বরাবর বল করেন। তাঁর সঙ্গে অনেকটাই মিল রয়েছে গুরনূরের। সেই কারণেই তাঁকে শিবিরে ডাকা হয়েছে। অন্যদিকে দুই পেসার যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে রেখেই শুরু করবে ভারত। চেন্নাইয়ের পিচ থেকে পেসারদের পাশাপাশি সাহায্য পায় স্পিনাররাও। শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দেন নতুন বোলিং কোচ মর্নি মরকেল। প্রথম দিনই কাজ শুরু করে দেন প্রোটিয়া তারকা। প্রাকটিসের দ্বিতীয় দিন বল করতে দেখা যায় আকাশ দীপ এবং যশ দয়াল। যদিও তাঁদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। রবিবার চেন্নাই পৌঁছবে বাংলাদেশ দল। শাকিবদের জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে।