আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের মাঝে হঠাৎ অবসর ঘোষণা করে বিশ্বক্রিকেটকে অবাক করেছেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ব্রিসবেন টেস্ট ড্র ঘোষণা হওয়ার পর আচমকাই নিজের সিদ্ধান্তের কথা বিশ্বকে জানান ভারতের তারকা স্পিনার। তারপর সবাইকে আরও একবার অবাক করে সটান রোহিতের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। বিদেশের মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজ চলার মাঝপথে কোনও তারকা ক্রিকেটারের অবসরের ঘটনা এর আগে ঘটেছে কিনা জানা নেই। তবে এখনও দুই টেস্ট বাকি থাকতে অশ্বিনের এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। অবসর ঘোষণার আগে গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেন তারকা স্পিনার। 

সাংবাদিক সম্মেলনে রোহিতের পাশে বসে অশ্বিন বলেন, 'আমি আপনাদের খুব বেশি সময় নেব না। ভারতের ক্রিকেটার হিসেবে আজই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এটাই শেষ দিন আমার। আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে আমার মধ্যে এখনও কিছুটা আগ্রাসন বাকি আছে। তবে সেটা আমি ক্লাব ক্রিকেটে প্রদর্শিত করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে আমার এটাই শেষ।আমি খেলাটা চুটিয়ে উপভোগ করেছি। রোহিত এবং বাকি সতীর্থদের সঙ্গে প্রচুর স্মৃতি তৈরি করেছি। ড্রেসিংরুমে পুরোনো দলের আমরাই শেষ ব্যাচ। অনেকজনকে আমার ধন্যবাদ দেওয়ার আছে। বোর্ড, আমার সতীর্থ এবং কোচদের।'

নিজের অবসর ঘোষণা করে সাংবাদিক সম্মেলন ছাড়েন অশ্বিন। তারকা ক্রিকেটারের হঠাৎ অবসর নিয়ে রোহিত বলেন, 'ও নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত ছিল। আমাদের ওর সিদ্ধান্তকে সমর্থন করা উচিত।' অশ্বিনের আকস্মিক অবসরে হকচকিয়ে গিয়েছে ফ্যানরা। বর্ডার-গাভাসকর সিরিজের মাঝে এমন প্রত্যাশা কেউই করেনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ক্লাব ক্রিকেটে খেলবেন। আইপিএল খেলতে দেখা যাবে স্পিনের জাদুকরকে।