আজকাল ওয়েবডেস্ক: গত বছরের শেষ দিন নিজামের শহরে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। কেরলকে হারিয়ে কলকাতায় ফেরার পরে প্রত্যেক ফুটবলারের সরকারি চাকরি নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন হওয়ার আটদিন পরে ধনধান্য অডিটোরিয়ামে সন্তোষ জয়ী বঙ্গ ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। নরহরি শ্রেষ্ঠ ছাড়া বাকি সবাই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দিচ্ছেন। কেবল নরহরি শ্রেষ্ঠ ছাড়া।
সন্তোষ জয়ী বাংলা দলের ফুটবলারদের আগেই সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের পাশাপাশি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্যদের চাকরি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির চব্বিশ ঘণ্টার মধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছিল। আইএফএ অফিসে রাজ্য সরকারের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন বাংলা দলের ফুটবলাররাও। খেলোয়াড়দের প্রয়োজনীয় আবেদনপত্র পূরণের কাজ সম্পন্ন করেন তাঁরা। বুধবার সন্তোষ জয়ী দলের ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
এদিন দুপুরে ধনধান্য অডিটোরিয়ামে কোচ সঞ্জয় সেনের সঙ্গে উপস্থিত ছিলেন প্রায় সব ফুটবলারই। অধিনায়ক চাকু মান্ডি, সৌরভ সামন্ত, আদিত্য পাত্র। ছিলেন দেব, জুন মালিয়ারা।
এদিকে মহমেডানে সই করেন রবি হাঁসদা। ছ' মাসের জন্য কাস্টমস থেকে লোনে নেওয়া হল রবিকে। আইএসএলে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁর।
