রবিবারই পেশ হবে বাজেট ২০২৬। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবার ফের বাজেট পেশ করবেন। সেইমতো সমস্ত প্রস্তুতি শেষ।
2
9
এবারের বাজেট নিয়ে একটি সমীক্ষা করে এসবিআই। তারাই দেশের প্রথম সারির ব্যাঙ্ক। ফলে তাদের সমীক্ষার ওপর গোটা দেশই প্রভাবিত হবে।
3
9
২০২৬-২৭ অর্থবর্ষে বাজেট পেশের পর ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন ঘটতে পারে। যদি সেখান থেকে দেখা যায় তাহলে সুদের হার নিয়ে বেশ কয়েকটি নতুন দিক দেখা যাবে।
4
9
এবারে বাজেট পেশের পর ফিক্সড ডিপোজিটে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা ফেলে রাখতে হবে বলেই মনে করা হচ্ছে। ফলে সেখান থেকে বিনিয়োগকারীরা কী ভাবছেন সেদিকেও নজর থাকবে।
5
9
বর্তমানে ১২ লাখ পর্যন্ত যে কর ছাড় রয়েছে সেখানে কতটা নতুন যোগ হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। তবে যদি এই সীমা আরও বাড়ে তাহলে সেখানে অন্য পথে হাঁটবে বিভিন্ন ব্যাঙ্ক।
6
9
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ মানেই একটি নিশ্চিত সুদের গ্যারান্টি। সেদিক থেকে দেখতে হলে যদি সুদের হারে হেরফের হয় সেখানে বিনিয়োগকারীরা অনেকটা চাপে পড়বেন।
7
9
এসবিআই মনে করছে যদি ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল হয় তাহলে সেখানে ফিক্সড ডিপোজিট ছেড়ে অন্যত্র বিনিয়োগের হার বাড়বে। সবার আগে স্থান পেতে পারে মিউচুয়াল ফান্ড।
8
9
বর্তমানে ৫ বছরের ফিক্সড ডিপোজিটে রয়েছে ফর্ম ৮০সি-র সুবিধা। যদি এর থেকে কম সময় থাকে তাহলে সেখানে সুদের হারে অনেকটা প্রভাব পড়ে।
9
9
কর ছাড়ের ওপর নির্ভর করবে ফিক্সড ডিপোজিটের ভবিষ্যৎ। সেখানে বিভিন্ন ব্যাঙ্কগুলি নিজের মতো করে সিদ্ধান্ত নেবে।