আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের সমালোচনা করে বসলেন ওয়াসিম আক্রাম। এরপর নেটিজেনরা আক্রামকে তুলোধনা করতে বাদ রাখেননি। 


আক্রাম বলছেন, আইপিএল নাকি অত্যন্ত দীর্ঘ, একঘেয়ে। অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ নাকি অনেক ভাল। ঠিক এভাবেই আইপিএলকে খোঁচা মেরেছেন পাকিস্তানের এই প্রাক্তন পেসার। অথচ এই আক্রামই একসময় কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলের সঙ্গে যুক্ত ছিলেন। এখন তাঁর আচমকাই মনে হচ্ছে, পিএসএল কম সময়ের মধ্যে শেষ হয়ে যায় বলে বিদেশিরা বেশি আকৃষ্ট হচ্ছে। আর সেখানে আইপিএল এতদিন চলে যে, ‘বাচ্চারা বড় হয়ে যায়।’


এটা ঘটনা, আইপিএল প্রায় দু’মাস ধরে চলে। তবে গত মরশুমে ভারত–পাক সংঘর্ষ পরিস্থিতির জন্য তা আরও দীর্ঘ হয়। সারা বছর বিভিন্ন ফরম্যাটের লিগ খেলার পরও দেশ–বিদেশের কয়েকশো প্লেয়ার নাম লেখান আইপিএলে। বিশ্বের সেরা প্লেয়াররা খেলেন এই লিগে। কিন্তু হঠাৎ আক্রামের অন্য রকম মনে হচ্ছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির পাশে বসে প্রাক্তন পাক পেসার বলেছেন, ‘‌পাকিস্তান সুপার লিগের সুবিধা হল, এটা ৩৪–৩৫ দিনের মধ্যে শেষ হয়ে যায়। যেমন অনেক লিগ আছে তিনমাস ধরে চলে। বাচ্চারা ওই সময়ে বড় হয়ে যায়, কিন্তু লিগ শেষ হয় না। যে কারণে বিদেশি প্লেয়াররা এখন পাকিস্তানে খেলতে পছন্দ করে। ২–৩ মাস লিগ দেখতে দেখতে আমারই একঘেয়ে লাগে।’‌ এরপরই আক্রামের সংযোজন, ‘‌অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও সময় কমিয়ে এনেছে। এখন সেখানে ৪০ দিনের লিগ হয়। পিএসএলের এটাই সৌন্দর্য। প্রতিভাধর প্লেয়াররা এখানে খেলে। আমি যখন বিদেশিদের সঙ্গে কথা বলি, তারা বলে আইপিএলের থেকে এখানে বোলিংয়ের মান ভাল। পিএসএল বিশ্বের সেরা লিগ, মানের দিক থেকে, পরিমানের দিক থেকে নয়।’‌


আক্রামকে পাল্টা দিয়েছেন নেটিজেনরা। জানিয়েছেন, ‘‌ভারতে বাচ্চারা বড় হয়ে যায়। আর পাকিস্তানে বুড়োরা খেলতে যায়।’ অনেকে আবার অবাক আক্রামের মুখে এরকম মন্তব্য শুনে। তাঁদের ধারণা, পিসিবি প্রধান পাশে থাকায় এই ধরনের মন্তব্য করে ফেলেছেন তিনি।